নিরাপত্তার দাবিতে ঢাবিতে ছাত্রীদের বিক্ষোভ
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ করেছেন। আজ সকাল থেকে ছাত্রীরা তাদের হল থেকে বের হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই মার খেল কেন? প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দেন ছাত্রীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গত রাতেও রোকেয়া, শামসুন নাহার ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে বিক্ষোভ হয়েছে।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, আজ সকাল ১১টার দিকে রোকেয়া, কবি সুফিয়া কামাল হলসহ বেশ কয়েকটি হলের প্রায় ৩০০ ছাত্রী ব্যানার সহকারে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসেন।
অন্যদিকে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারণ শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে সাড়ে ১০টা থেকে ছাত্রলীগের প্রায় ১০০ নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে থাকায় ছাত্রীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যান।
রাজু ভাস্কর্যের সামনে দাঁড়াতে না পেরে ছাত্রীরা গ্রন্থাগারের সামনে গেলে সেখানেও ছাত্রলীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ‘অবৈধ আন্দোলন মানি না মানব না’, ‘পড়ালেখা করব পরীক্ষা দেব’ বলে স্লোগান দেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেলে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা যায়।
কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বাধা পেয়ে শেষ পর্যন্ত ছাত্রীরা টিএসসি হয়ে রোকেয়া হলের সামনে গিয়ে অবস্থান নেন।
Comments