নেইমার অভিনেতা নন, বলছেন বেলজিয়াম তারকা
বিশ্বকাপে নেইমারের হুটহাট পড়ে যাওয়াকে অভিনয় বলে সমালোচনা করছেন অনেকে, তবে সেই দলে থাকলেন না কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ রোমেলো লুকাকু। তার দাবি, নেইমার মোটেও অভিনয় করেন না। এমনকি আগামীতে নেইমারকেই বিশ্বসেরা হিসেবে দেখছেন তিনি।
মাঠে নেইমারের অভিনয় নিয়ে আগে থেকেই সমালোচনা হচ্ছিল, মেক্সিকো কোচের মন্তব্যের পর সেটি যেন আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে অভিনয় প্রসঙ্গে নেইমারের পাশেই দাঁড়িয়েছেন লুকাকু। সাংবাদিকেরা লুকাকুকে জিজ্ঞেস করেছিলেন, তিনি নেইমারকে কীভাবে দেখেন, স্কিলফুল ফুটবলার হিসেবে না কি অভিনেতা হিসেবে। জবাবে নেইমারের প্রতি মুগ্ধতাই ঝরে পড়লো লুকাকুর কণ্ঠে, ‘অবশ্যই স্কিলফুল ফুটবলার হিসেবে। আমার দৃষ্টিতে নেইমার অভিনেতা নয়। ওর বিপক্ষে খেলতে প্রতিপক্ষের অসুবিধা হয়, কারণ ও যেসব গুণের অধিকারী তা সাধারণ ফুটবলারদের মধ্যে থাকে না।’
নেইমারকে ভবিষ্যতের সেরা ফুটবলার হিসেবেও আখ্যা দিয়েছেন লুকাকু, ‘আমি মনে করি সামনের দিনগুলোতে নেইমারই হতে চলেছে বিশ্বের সেরা ফুটবলার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওর বিপক্ষে খেলতে পেরে আমি খুশি।’
ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে নেইমারের সামর্থ্য সম্পর্কে দলের খেলোয়াড়দের সচেতন করে দিয়েছেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজও, ‘ব্যক্তিগত প্রতিভা দুই দলেরই বড় অস্ত্র। আমরাও ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে শক্তিশালী। আমাদেরকে রক্ষণভাগে বেশি মনোযোগ দিতে হবে, কারণ ব্রাজিলও আমাদের মতই ওয়ান-অন-ওয়ানে শক্তিশালী। আর এক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিটা হবে নেইমার। ওয়ান-অন-ওয়ানে সে একাই পার্থক্য গড়ে দিতে পারে।’
Comments