চলে গেলেন অভিনেত্রী রানী সরকার

চলে গেলেন অভিনেত্রী রানী সরকার। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

চলে গেলেন অভিনেত্রী রানী সরকার। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আজ দুপুরে এফডিসিতে রানী সরকারকে শেষ বিদায় জানাবেন প্রিয় সহকর্মীরা। ২টা ১৫ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর এফডিসিতে তার দেহ রাখা হবে। সেখানে শিল্পীপরিবারের প্রিয় মানুষেরা শ্রদ্ধা নিবেন করবেন শেষবারের মতো। বিকেলে আজিমপুর গোরস্থানে দাফন সম্পন্ন হবে রানী সরকারের।

ষাট ও সত্তরের দশকে খল চরিত্রে অভিনয়ে সুপরিচিত ছিলেন রানী সরকার। নেতিবাচক চরিত্রে তার উপস্থিতি দর্শকদের আনন্দ দিয়েছে।

রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে। তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম।

১৯৫৮ সালে রানী সরকারের চলচ্চিত্রে অভিষেক হয় এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র 'চান্দা'তে অভিনয় করেন।২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago