এখনই ব্যালন ডি’অর প্রাপ্য এমবাপের: হ্যাজার্ড

সেমিফাইনালে তারা একে অপরের প্রতিপক্ষ। কিন্তু ম্যাচের আগে প্রতিদ্বন্দ্বিতা ভুলে যেন প্রতিপক্ষের সেরা স্ট্রাইকারের বন্দনায় মেতেছেন এডেন হ্যাজার্ড। বেলজিয়ান অধিনায়ক বলেছেন, এই ১৯ বছর বয়সেই নিজেকে ব্যালন ডি’অরের জন্য যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপে।
আগামীকালের ম্যাচ নিয়ে বেইনস্পোর্টস ফ্রান্সের সাথে আলাপচারিতায় এমবাপের প্রপ্তি নিজের মুগ্ধতা জানিয়েছেন হ্যাজার্ড, ‘ও যেরকম পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে করে এখনই ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছে সে। প্রতিভার সাথে যদি পারফরম্যান্স বিবেচনায় নেই, তাহলে আমি বলব ওর এখনই ব্যালন ডি’অর প্রাপ্য।’
আরও একটি মজার তথ্যও জানিয়েছেন হ্যাজার্ড, ‘আমাদের মধ্যে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। ও আমাকে বলেছিল, ছোট থাকতে ও আমার ভিডিও দেখতো। আমি ঠিক নিশ্চিত নই এখন আমি বুড়ো হয়ে গিয়েছি কি না, খুব সম্ভবত অতটাও বুড়ো হইনি আমি। কিন্তু এখন আমি ওর ভিডিও দেখি। ওর প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে। আধুনিক ফুটবলে আর কারোর ক্ষেত্রে এত কম সময়ে এত উন্নতি করতে আর কাউকে দেখিনি আমরা।’
আগামীকাল বাংলাদেশ সময় রাত বারোটায় এমবাপের ফ্রান্সের মুখোমুখি হবে হ্যাজার্ডের বেলজিয়াম।
Comments