সেমিফাইনালে ‘সৌভাগ্যের প্রতীক’ রেফারিকে পাচ্ছে ইংল্যান্ড
ইংলিশ সমর্থকেরা কি এখন থেকেই ফাইনালে যাওয়ার আগাম উদযাপন শুরু করে দেবেন? এমন উদ্ভট প্রশ্নে অবাক হতে পারেন অনেকেই। সেমিফাইনালই জেতা হলো না এখনও, ফাইনালে যাওয়ার উদযাপন করবে কীভাবে? ইংলিশরা আসলে উদযাপন করতে পারে অতীত ইতিহাস দেখে।
সেমিফাইনালে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের জন্য রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন তুরস্কের চুনেত চাকির। আর এই রেফারিকে পেয়েই আশান্বিত হয়ে উঠেছেন ইংলিশ সমর্থকেরা। এর আগে ইংল্যান্ড দলের যে পাঁচটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন চুনেত, তার একটিতেও হারেনি ইংল্যান্ড।
২০০৮ সালে অ্যান্ডোরার বিপক্ষে, ২০১৪ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে, ২০১৬ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জেতা ম্যাচে রেফারি ছিলেন চুনেত। এছাড়া ঘরের মাটিতে ২০১১ সালে ঘানার সঙ্গে ও ২০১২ সালে ইউক্রেনের সঙ্গে ইংল্যান্ডের ড্র করা ম্যাচেও রেফারি ছিলেন এই তুর্কিশ।
২০১৫ সালে বার্সেলোনা ও জুভেন্টাসের মধ্যকার চ্যাম্পিয়ন লীগ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করা চুনেত এই বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ পরিচালনা করেছেন। নাইজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচেও রেফারি ছিলেন তিনিই।
২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের শেষ চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচেও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই রেফারি। ওই ম্যাচে ইউনাইটেডের পর্তুগীজ খেলোয়াড় নানিকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। চুনেতের এমন সিদ্ধান্তে ম্যাচ শেষে নিজের অসন্তুষ্টির কথাও জানিয়েছিলেন ফার্গুসন। দুই লেগ মিলিয়ে জয়ের পথে থাকা ইউনাইটেডের বিদায়ের পেছনেও ভূমিকা রেখেছিল চুনেতের এই সিদ্ধান্ত। এছাড়া ইংলিশ খেলোয়াড় জন টেরি ও গ্যারি কাহিলকেও লাল কার্ড দেখানোর নজির রয়েছে এই রেফারির।
তবে এসব কিছু নয়, চুনেতের অধীনে কোন ম্যাচ হারেনি ইংল্যান্ড, এই খবরটাই বোধহয় সবচেয়ে স্বস্তি দিচ্ছে ইংলিশ সমর্থকদের!
Comments