টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পেরুনো বাংলাদেশের মেয়েদের কাছে প্রত্যাশিতই ছিল। সেই প্রত্যাশার হেরফের হয়নি একটু। বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে উড়িয়ে অনায়াসে টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ দাপটের সঙ্গে জিতে সেমিতে আসা বাংলাদেশের সামনে স্কটিশ মেয়েরা বড় কোন বাধা ছিল না। আয়ারল্যান্ডের আমস্টেলভিনে ৪৯ রানের বড়সড়ো জয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকেট।
টসে জিতেছিল স্কটিশরাই। বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়ে অবশ্য তেমন সুবিধা করতে পারেনি। দুই ওপেনিং ব্যাটার শামীমা সুলতানা ও আয়েশা রহমান উদ্বোধনী জুটিতেই এনে দেন ৫১ রান। চারে নেমে ফর্মে থাকা নিগার সুলতানার ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস।
২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ করে ১২৫ রান। বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে ওই রান পেরুনে কঠিন ছিল স্কটল্যান্ডের। পরে দেখা গেছে সেটাই।
রুমানা আহমেদ, সালমা খাতুন আর নাহিদ আক্তারের সামনে ধুঁকতে ধুঁকতে পুরো ২০ ওভার খেলে ৭৬ রান করতে পারে স্কটল্যান্ড। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন রুমানা। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নাহিদার। আর অধিনায়ক সালমা ১৭ রানে পান ১ উইকেট।
১৪ জুলাই বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড, কদিন আগেই যাদের সিরিজ হারিয়েছে বাংলাদেশ।
আসছে নভেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
Comments