গত ১০ বছরের সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার তবে...
সমালোচনার তীর থামছেই না। বিশ্বকাপ শুরুর পর থেকেই নেইমারকে নিয়ে কাঁটাছেঁড়া। দলের হারের দায়টা পারলে পুরোটাই দিয়ে দেয় নেইমারের ঘাড়ে। তবে কেউ কেউ যে তার পক্ষেও কথা বলছেন না তাও নয়। ২০০২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু নেইমারের হয়ে ঢাল ধরেছেন। এমনকি গত ১০ বছরের সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড় বলেছেন এ পিএসজি তারকাকেই। কিন্তু তারপরও বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারার কথাটা মনে করিয়ে দিলেন এ সাবেক অধিনায়ক।
দারুণ এক দল নিয়ে রাশিয়ায় উড়ে গিয়েছিল ব্রাজিল। দলের প্রাণ ভোমরা ছিলেন নেইমার। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ দলটির বিশ্বকাপ শেষ হয় কোয়ার্টার ফাইনালেই। আর তাতেই সবাই নানা সমালোচনার বাণে বিদ্ধ করছেন নেইমারকে। দলের ভারসাম্য অনুযায়ী দলটির আরও এগিয়ে যাওয়ার কথা ছিল। তবে শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি তারা। বিদায় ঘণ্টা বাজে তখনই। সে ম্যাচে দারুণ খেলেও কাজের কাজটা করতে পারেননি নেইমার। পাননি গোল।
এরপর অনেক সাবেক ব্রাজিলিয়ানই বলেছেন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন নেইমার। এ কথা মেনেই গ্লোবো এস্পর্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে কাফু বললেন, ‘নেইমারের দলের তুরুপের তাস। আমরা মাঠে তার কাছ থেকে ভিন্ন কিছু আশা করি। এটা খুব স্বাভাবিক। নেইমার কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? না, কিছুটা কম আছে। দলের মূল খেলোয়াড়ের কাছ থেকে সবাই একটু বেশি আশা করে। ’
সময়ের সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড় নেইমার, তা মেনে নিচ্ছেন কাফু। বলছেনও তা। কিন্তু বিশ্বকাপের আসরে তার কাছ থেকে একটু বেশি চেয়েছিলেন সবাই। চেয়েছিলেন কাফুও। আর তা করতে ব্যর্থ হওয়ায় সমালোচনা মেনে নিতেই বললেন তিনি, ‘নেইমার আমাদের খেলোয়াড়। গত ১০ বছরে সে আমাদের সেরা আবিষ্কার। নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড়। কিন্তু বিশ্বকাপ মার্জনাহীন। যা হয়েছে তাতে নেইমারকে নিয়েই বেশি সমালোচনা হবে এটাই স্বাভাবিক।’
ফ্রান্সের সঙ্গে হারের পর ভেঙে পড়েছেন নেইমার। সামাজিক মাধ্যমে নিজেই বলেছেন এ কথা। কিন্তু এ থেকে বের হয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বললেন কাফু, ‘আমরা নেইমারকে সুখী দেখতে চাই। কারণ এটা তার জন্য এবং ব্রাজিলিয়ান ফুটবলের জন্য ভালো। সে স্মার্ট একজন ছেলে। সে জানে বিশ্বকাপে সে কি করেছে, কিভাবে ভালো করতে হয় এবং কিভাবে এগিয়ে যেতে হয়।'
Comments