ইংল্যান্ড বনাম বেলজিয়াম : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
শেষের পথে বিশ্বকাপের আসর। রোববার ফাইনালের মঞ্চে মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। তবে এর আগে স্থান নির্ধারণী ম্যাচে মোকাবেলা করবে ইংল্যান্ড ও বেলজিয়াম। এ আসরেই এ দুই দলের দ্বিতীয় লড়াই।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন?
বাংলাদেশ সময় রাত ৮টা, শনিবার, ১৪ জুলাই
কোথায়?
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ
নজরে থাকবেন যারা
হ্যারি কেইন। এর মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। আছে হ্যাটট্রিকও। তার ফর্মেই স্বপ্নের পরিধিটা লম্বা হয়েছিল ইংলিশদের। তবে সেমিফাইনালে তার ব্যর্থতায় স্বপ্ন ভাঙ্গে ইংলিশদের। ছন্দে আছেন জেসে লিংগার্ডও।
এডেন হ্যাজার্ডই থাকছেন মূল আলোচনায়। আসরের শুরু থেকেই দারুণ খেলছেন তিনি। অনেকেই তাকে মেসি-রোনালদোর সম পর্যায়ের খেলোয়াড় বলেই দাবি করে। মধ্য মাঠের মধ্য মণি হয়ে তাদের বল জোগান দেবেন কেভিন ডি ব্রুইন। এছাড়াও নজরে থাকছেন রোমেলু লুকাকুও।
আরও পড়ুন ঃ বিশ্বকাপ জিতলেও জেলে যেতে হতে পারে মদ্রিচকে!
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
ইংল্যান্ড : (৩-৫-২) বাটল্যান্ড, জোন্স, কাহিল, মাগুইর, আলেকজান্ডার-আর্নল্ড, লফটাস-চিক, ডিয়ের, ডেলফ, রোজ, রাশফোর্ড, ভার্ডি।
বেলজিয়াম : (৩-৪-৩) মিগনোলেট, দেন্দনকার, বোয়াটা, ভারমালেন, ডেম্বেলে, ফেলানি, টিয়েলেমেন্স, কারাসকো, ছাদলি, বাতসুয়াই ও টি হ্যাজার্ড।
ভবিষ্যদ্বাণী : গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছিল বেলজিয়াম। এ ম্যাচেও এগিয়ে থাকছে তারাই। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও তাদের কথাই বলে। তবে আসরের শেষ ম্যাচ হওয়ায় ছেড়ে কথা বলবে না ইংলিশরাও। তাই অগুরুত্বপূর্ণ ম্যাচেও প্রতিযোগিতার হাওয়া লাগতেই পারে।
সম্ভাব্য স্কোর : ইংল্যান্ড ১-২ বেলজিয়াম
অতিরিক্ত সংযোজন :
১) চলতি বিশ্বকাপে এটা দুই দলের দ্বিতীয় মোকাবেলা। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল বেলজিয়াম।
২) ওই ম্যাচের আগে ইংল্যান্ড টানা ২১টি ম্যাচে অপরাজিত ছিল ইংল্যান্ড।
৩) ২০০২ সালে ব্রাজিল ও তুরস্ক দুইবার মুখোমুখি হওয়ার পর এবারই প্রথম ইংল্যান্ড ও বেলজিয়াম দুইবার মুখোমুখি হচ্ছে।
৪) এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একবার খেলেছে বেলজিয়াম। ১৯৮৬ সালে তারা ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলে পরাজিত হয়।
৫) ইংল্যান্ডও এর আগে একবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। ১৯৯০ সালে স্বাগতিক ইতালির কাছে ২-১ গোলে হারে দলটি।
৬) চলতি আসরে সবচেয়ে বেশি ১৪টি গোল করেছে বেলজিয়াম
৭) ১২টি গোল করেছে ইংল্যান্ডও। যা সব আসর মিলিয়ে দলটির সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড।
Comments