আইরিশদের উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Bangladesh women cricket Team
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

বাছাইপর্বের ফাইনালে উঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছিল বাংলাদেশ নারী দলের। ফাইনালে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারানোও ছিল প্রত্যাশিত। আইরিশ মেয়েদের লড়াইই করতে দেয়নি সালমা খাতুনের দল। ২৫ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার ইউথ্রেখতে ফাইনালে আগে ব্যাট করে বাংলাদেশের করা ১২২ রানের জবাবে আইরিশরা গুটিয়ে ৯৭ রানে। ব্যাটিংয়ে এদিন রান পেয়েছেন ওপেনার আয়েশা রহমান। আর বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার পান্না ঘোষ। আইরিশদের গুড়িয়ে দিতে ১৬ রানে ৫ উইকেট নেন পান্না।

ফাইনাল ম্যাচে টস জিতে বাংলাদেশকেই আগে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। শামীমা সুলতানাকে নিয়ে শুরুটা ভালোই করেন আয়েশা। ১৬ রান করা শামীমা আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটে ফারজানা হক পিংকির সঙ্গে গড়ে উঠে আয়েশার আরেকটি জুটি। এই জুটিতেই মূলত শক্ত ভিত পায় বাংলাদেশের ইনিংস। দুজনে মিলে দলকে নিয়ে যান ৮০ রানে।

১৭ রান করা ফারজানার আউটের পর অবশ্য ধস নেমেছিল বাংলাদেশ ইনিংসে। ৪২ বলে ৫ চার আর দুই ছক্কায় ৪৬ রান করে আউট হন আয়েশা। শেষ দিকে জাহানারা আলমের ১২ রানে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

১২৩ রানে লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। ইসাবেল জয়েসকে তুলে নেন জাহানারা আলম। তবে বল করতে এসে পান্না ঘোষই করেছেন আসল কাজ। ক্যারিয়ার সেরা বল করে ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৫ উইকেট।

এই ম্যাচ হারলেও বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আইরিশ মেয়েদেরও। আগামী নভেম্বরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে সালমা খাতুনের দল।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

58m ago