হারলেও গোল্ডেন বল জিতলেন মদ্রিচ, বুট কেইনের
রূপকথার গল্পটা যেন হয়েও যেন হলো না। হলো না প্রতিশোধের গল্পও। কেঁদেই বিদায় নিতে হলো ক্রোয়েশিয়াকে। শেষ হাসি হাসল ফরাসীরাই। মূলত বড় ম্যাচে স্নায়ুচাপ সামলে নেওয়ার দক্ষতাই পার্থক্য গড়ে দিল। তবে এর মধ্যেই দূর্বার ছিলেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ। জিতে নিয়েছেন গোল্ডেন বল।
আর ফাইনালে অতিমানবীয় খেলা উপহার দিতে না পারায় গোল্ডেন বুট গেল ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের হাতেই। গোল্ডেন গ্লাভস পেয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া। সেরা নবীন খেলোয়াড় হয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ধারাবাহিক ফুটবল খেলেছেন মদ্রিচ। ইতিহাস হয়তো রচনা করতে পারেননি। কিন্তু মন কেড়ে নিয়েছেন ঠিকই। তার পুরস্কারই পেলেন এ রিয়াল মাদ্রিদ তারকা। তবে পুরো দারুণ খেলেছিলেন বেলজিয়ামের এডেন হ্যাজার্ডও। চেলসির এ খেলোয়াড় জিতেছেন সিলভার বল। আর ব্রোঞ্জ বল পেয়েছেন ফরাসী তারকা আতোঁয়া গ্রিজম্যান।
আর টুর্নামেন্টে ৬টি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন হ্যারি কেইন। ফাইনালে হ্যাটট্রিক করতে পারলে সেরা গোলদাতা হওয়ার সুযোগ ছিল গ্রিজম্যান ও এমবাপের। তবে কেউই তা করতে পারেননি। একটি গোল করে গোল দিয়েছেন দুইজনই। তাদের সঙ্গে সমান ৪টি করে গোল দিয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু ও রাশিয়ার চেরিশেভও। বেশি এসিস্ট থাকায় সিলভার বুট পেয়েছেন গ্রিজম্যান। ব্রোঞ্জ বুট পেয়েছেন লুকাকু।
আর টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত কিছু সেভ করায় কর্তোয়াই জিতে নেন গোল্ডেন গ্লাভস। আর ১৯ বছর বয়সী এমবাপে হাতে যায় সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।
Comments