কোথায় আছেন জানেন না গ্রিজম্যান!
অনেকটা স্বপ্নের মতোই যে হয়ে গেল সব। তরুণ একটি দল নিয়ে রাশিয়ায় এসে বিশ্বকাপটাই নিয়ে ফিরছে তারা। ঘোরটা তাই যেন কাটছেই না আতোঁয়া গ্রিজম্যানের। বিশ্বকাপ তো আর আট দশটা সাধারণ টুর্নামেন্ট নয়। তাই নিজের অবস্থান এখন কোথায় তা বুঝতেই পারছেন না এ ফরাসী তারকা।
চলতি বিশ্বকাপের আগেই আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলে গ্রিজম্যান। বিশ্বকাপের আগ থেকে তাকে নিয়ে দড়ি টানাটানির মতো অবস্থায় ছিল দুই স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। যদিও শেষ পর্যন্ত থেকে গেছেন অ্যাতলেটিকোতেই। আর কেন এতো টানাটানি তা সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এ ফরাসী স্ট্রাইকার। টুর্নামেন্টের ব্রোঞ্জ বল জিতে নিয়েছেন তিনি।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন গ্রিজম্যান। চারটি গোলের তিনটিতেই ছিল তার অবদান। নিজেও করেছেন একটি। তাই এমন জয়ের পর ম্যাচ শেষে ভাষা খুঁজে পাচ্ছিলেন না গ্রিজম্যান, ‘আমি জানি না আমি কোথায় আছি! আমি অনেক খুশি। এটা অনেক কঠিন একটি ম্যাচ ছিল। ক্রোয়েশিয়া দারুণ খেলেছে।’
এদিন ম্যাচের প্রথমার্ধে এক প্রকার প্রাধান্য বিস্তার করেই খেলেছে ক্রোয়েশিয়া। যদিও দুটি সেট পিস থেকে এ অর্ধে এগিয়ে ছিল ফ্রান্সই। সমতায় ফিরে ফরাসীদের চেপেই ধরেছিল ক্রোয়েটরা। তবে চাপ সামলে নিয়ে দারুণভাবে খেলায় ফিরে ম্যাচ জিতে নেয় ব্লুজরাই। গ্রিজম্যানের ভাষায়, ‘আমরা ফিরে এসেছি এবং ম্যাচে পার্থক্য গড়তে সমর্থ হয়েছি।’
ফাইনালে এদিন ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ফ্রান্স। ম্যাচের ৩৮ মিনিটে এদিন পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে নেন গ্রিজম্যান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের।
Comments