ঢাবি, রাবির ভিসি-রেজিস্ট্রার-প্রক্টরকে লিগ্যাল নোটিশ

ছবি: রাশেদ সুমন

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তা এই নোটিশে জানতে চাওয়া হয়েছে।

গতকাল রবিবার পাঠানো পৃথক দুই নোটিশে বলা হয়, ছাত্রলীগের হামলাকারী নেতাকর্মীদের বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছেন তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে না জানালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত চার শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, হাসনাত কাইয়ুমসহ ১৩ আইনজীবী এ নোটিশ পাঠান। ঢাবির চার শিক্ষার্থী হলেন- মো. ফারুক হাসান, মো. মশিউর রহমান, জসিম উদ্দিন ও রাশেদ। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীর নাম তরিকুল ইসলাম তারেক।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায় তারা আহত হন

নোটিশের উদ্ধৃতি দিয়ে ১৩ আইনজীবীর একজন হাসনাত কাইয়ুম দ্য ডেইলি স্টারকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা ও নির্যাতন চালায়। এসব ঘটনার ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই দুটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

56m ago