গোল্ডেন বলকে অম্লমধুর লাগছে মদ্রিচের
বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত পুরষ্কার গোল্ডেন বল জিতেছেন। তবে ব্যক্তিগত এই পুরষ্কার জয়ের অনুভূতিটা ঠিক উপভোগ করতে পারছেন না তিনি। বিশ্বকাপটা জিততে না পারায় ব্যক্তিগত পুরষ্কার জয়ের অনুভূতিকে অম্লমধুর লাগছে তার কাছে।
ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে ক্রোয়েশিয়ান অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই স্বীকৃতি পেয়ে ভালো লেগেছে। যারা আমাকে এই পুরষ্কারের জন্য যোগ্য মনে করেছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমি বিশ্বকাপ জিতলেই বেশি খুশি হতাম।’
‘সামনের দিনগুলোতে আমরা আমাদের এই অর্জনকে উপভোগ করব। কারণ ক্রোয়েশিয়ার জন্য এটি বিশাল এক অর্জন। তবে এই মুহূর্তে আমার অনুভূতিটা অম্লমধুর।’
জিততে না পারার আফসোস থাকলেও সেটি ভুলে এই অর্জনকেই উপভোগ করতে চাইছেন রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার, ‘যদিও আমি মনে করি আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিলাম, তবে তারপরেও আমরা যা কিছু পেয়েছি তা নিয়ে আমরা গর্বিত হতেই পারি। আমরা কখনোই হাল ছেড়ে দেইনি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছি।’
তবে মদ্রিচেরই মাঝমাঠ সতীর্থ ইভান রাকিটিচ রেফারিং নিয়ে খুশি নন। ফ্রান্সের প্রথম দুটি গোল নিয়েই আপত্তি আছে তার, ‘যে ফাউলের জন্য প্রথম গোলের ফ্রিকিকটি দেয়া হলো, সেটি আসলে ফ্রিকিক ছিলই না। কিন্তু এটা রিভিউ করা হলো না। রিভিউ করা হলো শুধু পেনাল্টিটি, সেটিও আবার অনিশ্চিত। ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে আসেনি।’
Comments