কড়া শাস্তিই পেলেন হাথুরুসিংহে আর চান্দিমাল
ক্রিকেটের চেতনাবিরোধি আচরণ করায় শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আশঙ্কা গুরুসিংহের শাস্তি অবধারিতই ছিল। শুনানির পর রায় ঘোষণার আগে থাকতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গল টেস্টেও। শুধু এই টেস্ট সিরিজই না, তাদের শাস্তি বেড়েছে আরও। নিষিদ্ধ হয়েছেন দুই টেস্ট ও চার ওয়ানডের জন্য।
গত শুক্রবার গল টেস্ট শুরুর আগের দিন স্বাধীন জুডিশিয়াল কমিশনার মাইকেল বিলহফ তাদের শুনানি করেন। সোমবার তার রায় দেওয়া হয়েছে।
আইসিসি জানায়, এই তিনজনের সাসপেনশন হয়েছে মোট আট। তাতে তারা দুই টেস্ট আর চার ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছেন। বিচার চলাকালীন থাকায় গল টেস্টেও এই তিনজন থাকতে পারেননি। লঙ্কানদের নেতৃত্ব দেন সুরাঙ্গা লাকমাল। চান্দিমালের ড্রেসিং রুমে থাকার অনুমতি থাকলেও পুরো টেস্ট চলাকালীন বাইরেই থাকতে হয় কোচ আর ম্যানেজারকে।
গেল মাসে ক্যারিবিয়ান সফরে সেন্ট লুসিয়া টেস্টে ক্রিকেটের চেতনা ভঙ্গের অভিযোগ আনা হয় এই তিন শ্রীলঙ্কানের বিরুদ্ধে। তিনজনই অভিযোগ মেনে নিয়েছিলেন। তাদের শাস্তি কমানোর আবেদন করেছিল লঙ্কান বোর্ড। তবে শাস্তির মাত্রা শেষ পর্যন্ত খুব বেশি কমেনি।
ইতিহাসে কোন কোচের চেতনা পরিপন্থী কাজ করে নিষিদ্ধ হওয়ার ঘটনাও সম্ভবত এই প্রথম। যাতে শাস্তি পেলেন এক সময় বাংলাদেশ দলের কোচ থাকা হাথুরুসিংহে।
সেন্ট লুসিয়া টেস্ট বল টেম্পারিং করে ধরা পড়েন দিনেশ চান্দমাল। অভিযোগ তোলার পর দিনই মাঠে নামতে দুই ঘণ্টা দেরি করে শ্রীলঙ্কা। যাতেই মূলত জড়িয়ে যান কোচ আর ম্যানেজার। পরে টেম্পারিং করার দায়ে এক টেস্টের নিষেধাজ্ঞা কাটান চান্দিমাল। এবার সময়মত খেলতে না নেমে চেতনা পরিপন্থী কাজ করে আরও দুই টেস্ট আর চার ওয়ানডেতেও থাকতে পারছেন না লঙ্কান অধিনায়ক।
Comments