ফরম্যাট ভিন্ন বলেই আশা দেখছেন এনামুল

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাজেহাল হতে হয়েছে বাংলাদেশকে। দুই টেস্টেই বিশাল ব্যবধানে তিনদিনে হার। করা যায়নি সামান্য লড়াই। এই অবস্থায় ওয়ানডেতে তার রেশ থাকার শঙ্কা থাকে। কিন্তু ফরম্যাট ভিন্ন, বল ভিন্ন বলেই সেখানে আশা দেখছেন এই সংস্করণে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী এনামুল হক বিজয়।
বছরের শুরুতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন এনামুল। ওই সিরিজের পর আর ওয়ানডে খেলেনি বাংলাদেশ। চার ম্যাচ খেলেও তেমন কিছু করে দেখাতে পারেননি। তবে অন্য বিকল্প ওপেনারদের ফর্মহীনতায় জায়গা ধরে রেখেছেন তিনি। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তামিমের সঙ্গে তাকেই এখন রাখছেন প্রথম পছন্দে।
জ্যামাইকায় দলের সঙ্গে যোগ দিয়ে নতুন ফিল্ডিং কোচ রায়ান কুকের অধীনে অনুশীলন করে আশাবাদের কথা জানান এই ওপেনার, ‘টেস্ট সিরিজ যেহেতু শেষ হয়েছে, এখন ওয়ানডেতে নতুন করে শুরু করতে হবে। আমাদের প্রস্তুতি যদি ঠিক মত হয় তাহলে আশা রাখি আমরা ভালো কিছু করতে পারব। আর অবশ্যই প্লেয়াররা সবাই চেষ্টা করছে ভালোভাবে কামব্যাক করার।’
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই সবচেয়ে সাবলীল বাংলাদেশ। এখানে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে এগিয়ে আছে বেশ খানিকটা। সেটাই সুবিধা করে দিবে বলে মত এনামুলের, ‘যেহেতু এখন সাদা বলের খেলা। বাংলাদেশ দল এই ফরম্যাটে ভালো খেলছে লম্বা সময় ধরে।’
Comments