নেইমার-এমবাপে কেউই চান না রিয়ালে খেলতে!

দলের প্রাণ ভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো ছেড়ে গিয়েছেন রিয়াল মাদ্রিদ। এ শূন্যটা পূরণ করতে বড় তারকাই চাই তাদের। বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে আনার তো আর সম্ভব হবে না। তাই ভরসা পিএসজি দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে। কিন্তু এ দুই তারকা পিএসজিতেই থাকতে চান বলে জানিয়েছেন ক্লাবটির একাডেমী ডিরেক্টর লুইস ফের্নান্দেজ।

বর্তমান বিশ্বের সবচেয়ে দামী দুই খেলোয়াড়ই নেইমার ও এমবাপে। এ দুই খেলোয়াড়ের পেছনে বেশ বড় অংকই ঢেলেছে পিএসজি। ২২২ মিলিয়ন ইউরো খরচ করে বার্সেলোনা থেকে উড়িয়ে এনেছে নেইমারকে। আর মোনাকো থেকে এমবাপেকে আনতে খরচ হয়েছে ১৬৬ মিলিয়ন ইউরো। অথচ এ দুই তারকাকেই চায় রিয়াল। কম হলেও একজন।

কিন্তু রিয়ালে যেতে কেউই আগ্রহী নয় বলে জানালেন ফের্নান্দেজ। রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ‘নেইমার পিএসজিতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপে খারাপ করার পর সে সাফল্য পেতে মুখিয়ে আছে। আমার মনে হয় এখানে থেকেই শিরোপা জিততে চায় সে। কিলিয়ানও থাকছে। এর মধ্যেই বলে দিয়েছে শতভাগ ও থাকছে। উ পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। টাকা নিয়ে ভাবছে না। সবচেয়ে বড় কথা নেইমার এবং এমবাপে দুই জনই প্যারিসে থাকতে চায়। রিয়ালে যাচ্ছেন না’

আর এমনটা হলেও মোটেও কোন সুখকর কথা নয় রিয়াল মাদ্রিদের জন্য। কারণ রোনালদোকে হারিয়ে এর মধ্যেই গ্লামারহীন হয়ে পড়েছে দলটি। তবে এ দুই জন ছাড়াও রিয়ালের নজরে আছেন চেলসির এডেন হ্যাজার্ড, টটেনহামের হ্যারি কেইন, জুভেন্টাসের পাওলো দিবালা। এমনকি বায়ার্ন  মিউনিখের রবার্ট লেভানডোস্কিও আছেন নজরে। নেইমার কিংবা এমবাপে কেউ রাজী না হলে শেষ পর্যন্ত এদের মধ্য থেকেই বেছে নিতে হতে পারে রোনালদোর বিকল্প।

তবে রিয়াল ভিত্তিক স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর অনুযায়ী হ্যাজার্ডের সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত রিয়ালের। ২২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ বেলজিয়ানকে দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে দলটি। যদিও ক্লাব থেকে এখনও কোন ইঙ্গিত মেলেনি। দেখা যাক শেষ পর্যন্ত কে হচ্ছেন রোনালদোর বিকল্প?

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its Standing Committee Member Salahuddin Ahmed, will file the complaint

2h ago