স্বরাষ্ট্রমন্ত্রীরা এমন-ই!
দেশ ও জাতির কঠিন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীরা নির্বিকার থাকতে পারেন। সাধারণের কাছে যা হাসি- রসিকতার, স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে তা যেন গুরুত্বপূর্ণ গবেষণাপত্র।
স্বরাষ্ট্রমন্ত্রীদের এমন কিছু বাণী-
‘কোনো গুম হচ্ছে না। প্রেমে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানান জন নানান দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি।’-১৭ জুলাই ২০১৮, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। |
|
‘আমরা সম্প্রতি খবর পেয়েছি, অনৈতিক অবৈধ হরতালের মাধ্যমে তিনি যে ১৮ ব্যক্তিকে খুন করার কারণ হয়ে দাঁড়িয়েছেন সে জন্য বিক্ষুব্ধ জনতা তার বাড়ি আক্রমণ করতে পারে। এ কারণে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে যথা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’-খালেদা জিয়াকে গৃহবন্দী করার অভিযোগের জবাবে ২০১৩ সালের ১০ নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। |
|
‘হরতালকারী ও মৌলবাদীরা এই ভবনের স্তম্ভ ধরে টানাটানি করায় ভবন ধসে পড়তে পারে।’-২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের কারণ প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। | |
‘৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।’- ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাসায় সাংবাদিক দম্পতি নিহত হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। |
|
‘ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন।’-আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সমালোচনার মুখে ২০১২ সালের ৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাহারা খাতুন। | |
‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে!’-২০০২ সালের ৯ মে রামপুরায় বাবার কোলে থাকা ২০ মাসের শিশু নওশিন ছিনতাইকারীদের গুলিতে নিহত হবার পর শোকার্ত পরিবারের প্রতি চারদলীয় জোট সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। |
|
‘উই আর লুকিং ফর শত্রুজ’- ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হওয়ার পর স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবরের বহুল সমালোচিত বক্তব্য। |
Comments