মোবাইল ফোনে এইচএসসির ফল জানবেন যেভাবে

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সকালে শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এই ফলাফল হস্তান্তর করেন। দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।
স্টার ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সকালে শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এই ফলাফল হস্তান্তর করেন। দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।

মোবাইলে ফলাফল জানার প্রক্রিয়া

আটটি সাধারণ বোর্ডের ক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে, স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

মাদ্রাসা বোর্ডের আলিমের ক্ষেত্রে HSC লিখে, স্পেস দিয়ে MAD লিখে, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া কারিগরির ফল জানতে HSC লিখে, স্পেস দিয়ে TEC লিখে, স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সবক্ষেত্রে ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ বছর সারাদেশে ৮,৮৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬,৩৫,৬৯৭ জন ও মেয়ের সংখ্যা ৫,৪৭,৯৮৯ জন। গত বছর ১১,৮৩,৬৮৬ জন এই পরীক্ষায় অংশ নিয়েছিল।

Comments