পেরেরার শতকে জিতল শ্রীলঙ্কা ‘এ’

Thisara Perera
থিসিরা পেরেরা (ফাইল ছবি)

১২৯ রানে ৭ উইকেট ফেলে দিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে চেপে ধরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে এরপরই খেলার মোড় ঘুরিয়ে দেন থিসিরা পেরেরা। এনে দেন ২৭৫ রানের লড়াইয়ের পূঁজি। ওই রান টপকাতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের ২৭৫ রানের জবাবে ২০৮ রানে গুটিয়ে ৬৭ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশই। দ্বিতীয় ওয়ানডে জিতে তাই সমতায় ফিরল সফরকারীরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নাঈম হাসান, আল-আমিন, আফিফ হোসেননের তোপে পড়ে লঙ্কান ব্যাটিং। ওপেনার উপুল থারাঙ্গার ৪৪ ছাড়া রান পাননি কোন টপ অর্ডার ব্যাটসম্যান। দেড়শো রানের ভেতর তাদের গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে।

ওই অবস্থা থেকে দলকে টেনে তুলেন পেরেরা। সঙ্গী পেয়েছিলেন টেল এন্ডার শিহান মধুশঙ্কাকে। শেষ তিন উইকেট নিয়ে তাই আরও ১৪৬ রান যোগ করে তারা। ৮৮ বলে ৯ চার আর ৫ ছক্কায় ১১১ রান করেন পেরেরা। ৩৬ বলে ৩৬ রান করেন মধুশঙ্কা।

২৭৬ রানের লক্ষ্যে নেমে এদিনও শুরুতেই ফেরেন সৌম্য সরকার। বড় রান পাননি টপ আর মিডল অর্ডারের কেউ। সর্বোচ্চ ৪৬ রান করেন আল-আমিন জুনিয়র। ৩ টি করে উইকেট নেন মালিন্দা পুষ্পকুমারা ও নিশান পেরিশ।

 

Comments