খালেদার মুক্তি, উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
দলীয় প্রধান খালেদা জিয়ার কারামুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি আজ (২০ জুলাই) রাজধানীতে এক সমাবেশের আয়োজন করে।
পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল পৌনে ৪টার দিকে এই সমাবেশ শুরু হয়। এতে দলের শত শত নেতা-কর্মী যোগ দেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপি প্রধান খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খয়ের ভূঁইয়া গতকাল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার পর সমাবেশের অনুমতি পাওয়া যায় বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত ১৫ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাসহ সারাদেশে ২০ জুলাই খালেদা জিয়ার কারামুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ আয়োজনের ঘোষণা দেন।
Comments