বড়পুকুরিয়ার কয়লা নিয়ে দুদকের তদন্ত কমিটি

barapukuria coal mine
বড়পুকুরিয়া কয়লা খনি। ছবি: কঙ্কণ কর্মকার

দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা উধাও হওয়ার অভিযোগের প্রেক্ষিতে আজ (২৩ জুলাই) তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক-এর জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটির উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথাও বলা হয়েছে বলে জানান তিনি।

কমিটির অপর দুই সদস্য হলেন দুদক-এর সহকারী পরিচালক এএসএম সাজ্জাদ হোসেন এবং উপ-সহকারী পরিচালক এএসএম তাজুল ইসলাম।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদ এবং অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এক লাখ ১৬ হাজার টন কয়লা বিক্রি করে দেওয়া ও ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে।

কয়লা সরবরাহের স্বল্পতার কারণে ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রটি গতরাত (২২ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

23m ago