এমবাপের কাছেই রেকর্ড হারাবেন, বলেছেন ক্লোসা

কিলিয়েন এমবাপেতে মজেছে ফুটবল বিশ্ব। অনেকেই তার মাঝে আগামীর পেলেকে দেখতে পাচ্ছেন। কেউবা মেসি কিংবা রোনালদো। তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরাস্লাভ ক্লোসা ভাবছেন তার রেকর্ড নিয়ে। এ ফ্রেঞ্চম্যানের কাছেই তার রেকর্ড ভাঙবে বলে মনে করেছেন সাবেক এ জার্মান তারকা।
কিলিয়েন এমবাপে

কিলিয়েন এমবাপেতে মজেছে ফুটবল বিশ্ব। অনেকেই তার মাঝে আগামীর পেলেকে দেখতে পাচ্ছেন। কেউবা মেসি কিংবা রোনালদো। তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরাস্লাভ ক্লোসা ভাবছেন তার রেকর্ড নিয়ে। এ ফ্রেঞ্চম্যানের কাছেই তার রেকর্ড ভাঙবে বলে মনে করেছেন সাবেক এ জার্মান তারকা।

বয়সটা মাত্র ১৯। এর মধ্যেই নিজেকে তুলে ধরেছে সর্বোচ্চ উচ্চতায়। বিশ্বকাপের সেরা নবীন তারকা তিনি। ছিলেন সেরা খেলোয়াড়ের দৌড়েও। রাশিয়ায় গোল দিয়েছেন চারটি। কিন্তু তার বয়স অনুযায়ী আরও চারটি বিশ্বকাপ খেলতেই পারেন। আর তা হলে ক্লোসার রেকর্ড তো হুমকির মুখেই।

ঠিক এ বিষয়টিই তুলে ধরেছেন ক্লোসা, ‘কিলিয়ানের বয়স অনুযায়ী সে আরও চারটি বিশ্বকাপ খেলতে পারবে। সে হয়তো আমার রেকর্ডের সমান কিংবা তার চেয়েও বেশি গোল দিতে পারে। এটা করতে ফ্রান্সকে অবশ্যই প্রতিযোগিতায় থাকতে হবে। তবে বর্তমানে এমনটাই মনে হচ্ছে।’

২০০২ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৬টি গোল দিয়েছেন ক্লোসা। তাতে ভেঙ্গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর রেকর্ড। আর এমবাপের খেলা দেখে মনে হয়েছে নিজের রেকর্ডটি তার কাছেই হারাবেন ক্লোসা।

এমবাপের প্রাপ্তির পালকে আরও অনেক কিছুই দেখছেন ক্লোসা। চলতি মৌসুমের ব্যালন ডি’অরের অন্যতম প্রতিদ্বন্দ্বী মনে করছেন তাকে। তবে এর জন্য স্বদেশী আতোঁয়া গ্রিজম্যান, গোল্ডেন বল বিজয় লুকা মদ্রিচ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে লড়তে হবে বলে মনে করেন ক্লোসা।

‘যুক্তি সঙ্গত কারণেই কিলিয়ান ব্যালন ডি’অরের প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে এর জন্য তাকে তার সতীর্থ আতোঁয়া গ্রিজম্যান, গোল্ডেন বল বিজয় লুকা মদ্রিচ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিষয়টি নির্ভর করবে বর্তমান থেকে নভেম্বর পর্যন্ত ও কেমন খেলে। সবই নির্ভর করছে কিলিয়ানের পায়ের উপর।’

এমবাপে দেশ এবং ক্লাব উভয় দিকেই সফল হবেন বলে দৃঢ়ভাবেই বিশ্বাস করেন ক্লোসা। তবে ঠিক কতো দিন পিএসজির হয়ে খেলবেন তাতে সন্দিহান তিনি। কারণ এ তরুণকে নিয়ে এর মধ্যেই টানাহেঁচড়া শুরু হয়েছে জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে বেশ কিছু ক্লাবই তাকে দলে টানতে আগ্রহী। তবে এসব ভাবনায় না মজে নিজেকে খেলার দিকেই মনোযোগ দিতে বললেন ক্লোসা।

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

36m ago