আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিনে মৌসুমী

২৫ জুলাই আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।
গুণি এই সাহিত্যিকের গল্প থেকে চ্যানেলটি নির্মাণ করেছে টেলিছবি ‘রূবিরন’। এটি প্রচারিত হবে আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে।
আমীরুল ইসলামের তত্ত্বাবধানে টেলিছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মাহফুজুল হক এবং মাইনুল হাসান হীরা। এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, কৃতিকা, কাজী উজ্জ্বল, শিরীন বকুল প্রমুখ।
টেলিছবিটি প্রযোজনা করেছেন হারুন রশীদ খন্দকার। এটি আগামীকাল (২৫ জুলাই) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
চ্যানেল কৃর্তপক্ষ জানায়, আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে তাঁকে শুভাশিস জানাতেই এ আয়োজন। টেলিছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সালমান রাইয়ান।
Comments