ঢাকার রাস্তায় ‘ওবোন’!
ঢাকায় শুধুমাত্র নারীদের জন্যে ‘রাইড হ্যাইলিং’ বা অংশগ্রহণমূলক যাত্রীসেবার অ্যাপ ‘ওভাই’ নিয়ে এসেছে নতুন ফিচার ‘ওবোন’।
ওভাই সলিউশন লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার (সিওও) কাজী ওমার ফেরদৌস বলেন, শহরে যেহেতু নারীদের জন্যে তেমন বিশেষ কোনো যাত্রীসেবা নেই তাই ‘ওবোন’-এর মাধ্যমে আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই।
পুরো গল্পটি জানতে ক্লিক করুন স্টার লাইভের ভিডিওটিতে।
Comments