ফিফার সেরা দশের তালিকাতে নেই নেইমার

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার মূল কারণই ছিল সেরা খেলোয়াড়ের তকমা পাওয়া। কিন্তু তাতো হয়নি উল্টো ফিফা বর্ষসেরা (বেস্ট) ফুটবলারের সেরা দশের তালিকাতেও নেই নেইমার। মঙ্গলবার সংক্ষিপ্ত ১০ জনের তালিকা প্রকাশ ফিফা। তাতে ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি এমনকি ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে ও রাফায়েল ভারানে থাকলেও নেই নেইমার।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার মূল কারণই ছিল সেরা খেলোয়াড়ের তকমা পাওয়া। কিন্তু তাতো হয়নি উল্টো ফিফা বর্ষসেরা (বেস্ট) ফুটবলারের সেরা দশের তালিকাতেও নেই নেইমার। মঙ্গলবার সংক্ষিপ্ত ১০ জনের তালিকা প্রকাশ ফিফা। তাতে ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি এমনকি ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে ও রাফায়েল ভারানে থাকলেও নেই নেইমার।

২০১৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকী থেকে আলাদা হওয়ার পর থেকে ফিফা ব্যালন ডি’অর এখন ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস। শেষ দুই বছরই এটা জিতে নিয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। আর সে দুই বছর ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফিফা। কিন্তু চলতি বছর ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে নেইমারের জায়গা না পাওয়া খুব একটা বিস্ময়কর কিছু নয়। কারণ ইনজুরির কারণে গত মৌসুমের অনেকটা সময় ছিলেন মাঠের বাইরে। তাছাড়া বিশ্বকাপে ব্রাজিলের হয়েও কিছু করে দেখাতে পারেননি। নেইমারের মতো তালিকায় জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী তারকা পল পগবারও। তবে আছেন রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হ্যারি কেইন। গোল্ডেন বল বিজয়ী লুকা মদ্রিচও আছেন প্রত্যাশা মতোই। আছেন মিশর ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহও।  প্রত্যাশিত ভাবেই আছেন হালের সেরা দুই তারকা মেসি ও রোনালদো।

ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসের এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো, কাকা, ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও আইভরি কোস্টের সাবেক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা।

সংক্ষিপ্ত তালিকা: ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল,রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম,ম্যানচেস্টার ইউনাইটেড), অঁতোয়া গ্রিজমান (ফ্রান্স, আতলেতিকো মাদ্রিদ), এডেন হ্যাজার্ড (বেলজিয়াম, চেলসি), হ্যারি কেইন (ইংল্যান্ড, টটেনহ্যাম হটস্পার), কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ), মোহাম্মদ সালাহ (মিশর, লিভারপুল), রাফায়েল ভারানে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)।

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

49m ago