কক্সবাজারে পাহাড় ধসে ৫ শিশু নিহত

কক্সবাজারের সদর ও রামু উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের চার শিশুসহ মোট পাঁচ শিশু নিহত হয়েছে। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে আজ সকালে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্‌স

কক্সবাজারের সদর ও রামু উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের চার শিশুসহ মোট পাঁচ শিশু নিহত হয়েছে। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে আজ সকালে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমান বলেন, জেলা শহরের রুমালিছড়া বাছামির ঘনা এলাকায় আজ সকাল সাড়ে ৬টায় পাহাড় ধসে একই পরিবারের চার জন নিহত হয়। নিহতরা হলো মরজিনা আক্তার (১৬), কাফিয়া আক্তার (১৪), আবুল খায়ের (৮) ও খায়রুন্নেসা (৬)। তারা সবাই স্থানীয় জামাল হোসেন নামের এক ব্যক্তির ছেলে মেয়ে।

ঘটনার সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। পাহাড় থেকে বাড়ির ওপর মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় অপর একটি পাহাড় ধসের ঘটনায় মোরশেদ আলম (৫) নামের এক শিশু নিহত হয়। তার বাবার নাম জাফর আলম। সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি মাটি চাপা পড়ার এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Comments