‘উৎসব ছাড়াই উৎসবের আমেজ’
শাকিব খানের ছবি মানেই উৎসব। হলে হলে দর্শকের উপচে পড়া ভিড়- কথাগুলো জানিয়েছেন সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির বেশ কয়েকজন হল মালিক।
সাফটা চুক্তির আওতায় আজ (২৭ জুলাই) শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’ মুক্তি পেয়েছে। ছবিটির বাংলাদেশের পরিবেশক এন ইউ আহমেদ ট্রেডার্সের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “এখন পর্যন্ত ১০৯টি সিনেমা মুক্তি পেয়েছে ‘ভাইজান এলো রে’ ছবিটি।”
জয়দীপ মুখার্জী পরিচালিত ছবিটিতে শাকিব খান, শ্রাবন্তী, পায়েল সরকার ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, দীপা খন্দকার, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ।
‘ভাইজান এলো রে’ ছবিটি ঢাকায় স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, বলাকা, মধুমিতা, জোনাকি, সনি এবং পূরবী হলে চলছে আজ থেকে।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটি কলকাতায় ভালো ব্যবসা করছে। সেখানকার দর্শকরা এটি পছন্দ করেছে। আশা করি, আমার দেশের মানুষেরা আরও বেশি আপন করে নেবে ছবিটিকে।”
“এই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে যে উন্মাদনা দেখেছি তাতে আমি মুগ্ধ। উৎসব ছাড়াই একটা উৎসবের আমেজ ছড়িয়ে রয়েছে সবখানে। এই ধারা অব্যাহত থাকুক সেটিই প্রত্যাশা করি,” যোগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা।
Comments