মেসিকে দিলেই রোমার ক্ষমা পাবে বার্সেলোনা
ম্যালকম ইস্যুতে এখন প্রায় শত্রুতে পরিণত হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব এএস রোমা। শেষ মুহূর্তে এ ব্রাজিলিয়ানকে রীতিমতো ছিনতাই করে নেওয়াটা পছন্দ করেনি ইতালিয়ান ক্লাবটির। আইনি লড়াইয়ে যাওয়ার হুমকিও দিয়েছে তারা। তবে এর পরিবর্তে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে দিলেই ক্ষমা পাবে বলে জানিয়েছে রোমার প্রেসিডেন্ট জেমস পালোত্তা।
দু’দিন আগে আইনি লড়াই যাওয়ার কথা জানিয়েছেন রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি। এরপর এই ঘটনায় বার্সেলোনা ইতালিয়ান ক্লাবটির কাছে ক্ষমাপ্রার্থনা করেছে বলেই জানায় তারা। কিন্তু ক্ষমা করতে রাজি নন রোমার প্রেসিডেন্ট। মেসিকেই দিলেই ক্ষমা করবেন বলে জানান তিনি, ‘বার্সেলোনা আমাদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে। আমি তাদের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করছি না। যদি মেসিকে আমাদের ক্লাবে দিয়ে দেয় এটাই হবে ক্ষমা গ্রহণ করার একমাত্র উপায়।’
ম্যালকমকে এক প্রকার কিনেই ফেলেছিল রোমা। বোর্দোর সঙ্গে লেনদেন সংক্রান্ত কথা বার্তাও চূড়ান্ত হয়ে যায়। গত রোববার রাত ৯টার ফ্লাইটে ফ্রান্স থেকে ইতালির বিমানের টিকেটও কাটা হয়। ৩২ মিলিয়ন পাউন্ডে প্রথমে বোর্দোর সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হলেও বার্সেলোনা বেশি অফার করায় ৩৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বিড করেছিল রোমা। কিন্তু এরপর আরও এক মিলিয়ন পাউন্ড বাড়িয়ে ম্যালকমকে কিনে নেয় বার্সেলোনাই। অথচ ওই দিনের আগে ম্যালকমকে কেনার ব্যাপারে তাদের কোন আগ্রহই ছিল না। সব মিলিয়ে বেজায় খেপেছে রোমা।
স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে সুর ধরে আইনি লড়াইয়ের হুমকি দিলেন ক্লাব প্রেসিডেন্টও, ‘চুক্তিটি হয়ে গিয়েছিল। ছেলেটি বিমানে ওঠার পথে ছিল। কিন্তু তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। বোর্দো এটাকে আটকায়। আমরা কারণ খুঁজতে গিয়ে জানতে পারি বার্সেলোনা এই চুক্তিতে ঝামেলা পাকিয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক। আমরা এখন আইনি লড়াইয়ে যাচ্ছি। ঘটনার তদন্তের জন্য ওর এজেন্টকে ডাকা হবে। প্রয়োজনে বোর্দোকেও হয়তো ডাকা হবে।’
গত চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমার মাঠে ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। সেমিফাইনালে প্রায় এক পা দিয়ে রাখা স্প্যানিশ ক্লাবকে পরের লেগে চমক উপহার দেয় রোমা। ন্যু ক্যাম্পে তাদের ৪-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় ইতালিয়ান ক্লাবটিই। তবে সম্প্রতিই আবার মুখোমুখি হচ্ছে তারা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আগামী ১ আগস্ট মোকাবেলায় নামবে ক্লাব দুটি।
Comments