রাজশাহী, সিলেট ও বরিশালে বিজিবি মোতায়েন
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, সিলেট ও বরিশালে মোট ৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ান মোতায়েন করা হয়েছে।
বিজিবি ও রিটার্নিং কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধিরা জানান, আজ সকাল থেকেই রাজশাহী, সিলেট ও বরিশালে টহল শুরু করেছে বিজিবি। এর মধ্যে রাজশাহী ও বরিশালে ১৯ প্লাটুন করে ও সিলেটে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজশাহীতে বিজিবির ব্যাটালিয়ন পরিচালক শামিম ইফতেখার আলম বলেন, নগরীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় ৪৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৫ প্লাটুন বিজিবি সদস্য নগরীর ৩০টি ওয়ার্ডে টহল শুরু করেছে। এছাড়াও জরুরি মুহূর্তের জন্য চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
বরিশালে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, নগরীতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য টহল শুরু করেছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেখানেও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে বলে যোগ করেন তিনি।
সিলেটে বিজিবির কমান্ডিং অফিসার কর্নেল নাসির উদ্দিন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নগরীর বিভিন্ন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে আরও চার প্লাটুন।
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।
Comments