জাকারবার্গের একদিনে ক্ষতি ১৫ বিলিয়ন ডলার!
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের পকেট থেকে যেন পড়ে গেলো ১৫ বিলিয়ন ডলারেরও বেশি। প্রতিষ্ঠানটির শেয়ারে ধস নামায় মুহূর্তেই হাওয়া হয়ে গেছে এতোগুলো টাকা। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের ইতিহাসে একদিনেই এমন নজির সৃষ্টি হলো ফেসবুকের শেয়ারের দর পতনের ফলে।
গত ২৫ জুলাই ফেসবুকের কর্তাব্যক্তিরা প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ কম হওয়ার বিষয়টি সবাইকে জানানোর পরদিনই পুঁজিবাজারে পতন হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বড় প্লাটফর্মটির।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেদিন প্রতিষ্ঠানটির প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা ডেভিড ওয়েনার বিশ্লেষকদের সঙ্গে নিয়মিত বৈঠকে জানান, বেশ কয়েক বছর থেকেই ফেসবুকের আয় কমছে। আর এর ফলে বিনিয়োগকারীরা আস্থা হারায় জাকারবার্গের প্রতিষ্ঠানটির ওপর।
বিশ্লেষকরা মনে করেন, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাহানি এবং এর মাধ্যমে ভুয়া খবর প্রচারের ফলে বিশ্বব্যাপী যে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে তার ধাক্কা এসে লেগেছে প্রতিষ্ঠানটির গায়ে।
গত ২৬ জুলাই ফেসবুকের শেয়ারের দাম ১৯ শতাংশ কমে দাঁড়ায় ১৭৬.২৬ ডলারে। এর ফলে প্রতিষ্ঠানটি হারিয়ে ফেলে ১২০ বিলিয়ন ডলার। আর এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শেয়ারহোল্ডার মার্ক জাকারবার্গ হারিয়ে ফেলেন ১৫ বিলিয়ন ডলারের বেশি।
চলতি বছরের মাঝামাঝি এসে ফেসবুকের মুনাফা কমে যায় ৪৪ শতাংশ। বলা হচ্ছে, ব্যবহারকারীদের তথ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ অর্থ ব্যায় করায় মুনাফার মার্জিন কমে গেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে যে, ইনস্ট্রাগ্রাম এবং অন্যন্য খাত থেকে আয় বাড়লেও সে আয় দিয়ে ফেসবুকের ক্ষতিগ্রস্থ ইমেজ মেরামত করা যাচ্ছে না।
Comments