টাই-ব্রেকারে টটেনহ্যামকে হারালো বার্সেলোনা

প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই গোলে এগিয়ে থেকেও ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে নির্ধারিত সময়ে জিততে পারেনি দলটি। তবে টাই-ব্রেকারে শেষ হাসি হেসেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরাই।
মৌসুম শুরু হতে আরও সপ্তাহ দুই বাকি। কিন্তু এর আগে নিজেদের অংশ নিচ্ছে ইউরোপের জায়ান্ট দলগুলো। মূলত দলের প্রস্তুতিই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। নিজেদের রিজার্ভ বেঞ্চ যাচাই করে নেওয়ার সুবর্ণ সুযোগ পায় তারা। বার্সার হয়ে এদিন দারুণ খেলেছেন রাফিনহা ও নেলসন সেমেদো। নজর কেড়েছেন সদ্য দলে যোগ দেওয়া ক্লেমেন্ত লিংলেটও।
নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রে রোববার তারুণ্য নির্ভর দল মাঠে নামায় বার্সেলোনা। তাতে সফলও হয়েছিল দলটি। ম্যাচের ২৯ মিনিটেই মুনির আল হাদ্দাদি ও আর্থারের গোলে ২-০ গোলে এগিয়ে যায় তারা। কিন্তু এরপর ডেনিস সুয়ারেজ ও আন্দ্রে গোমেজ ইনজুরিতে পরে মাঠ ছাড়লে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারায় কাতালানরা।
এদিন তরুণ দল নামিয়েছিল টটেনহ্যামও। শুরুটা ভালো না করলেও দুই গোল খেয়ে তেতে ওঠে দলটি। বলের পজিশন বার্সা ধরে রাখলেও বারপোস্টে শট নেয় তারাই বেশি। ১৮টি শটের ৭টিই ছিল লক্ষ্যে। তবে গোল পেতে লম্বা সময়ই অপেক্ষা করতে হয় দলটিকে। ৭৩ মিনিটে সন হুয়াং-মিন গোল শোধ করার পর দুই মিনিট পর দ্বিতীয় গোল দেন জর্জেস-কেভিন এনকুডু। ফলা দারুণভাবে ম্যাচে ফিরে আসে স্পার্সরা।
তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইংলিশ দলটিকে। টাই-ব্রেকারে ৩-৫ গোলে হারে তারা। বার্সেলোনার পক্ষে এদিন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাঠে নামেন ম্যালকম। শেষ পেনাল্টি কিকটিও নেন তিনি। তাতে দারুণ লক্ষ্যভেদ করে স্বস্তি এনে দেন দলকে।
Comments