তবুও রোনালদো নয় মেসিকেই চাইবেন সিমিওনি
‘মেসি খুব ভালো কিন্তু...।’ হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া একটি মেসেজে এই কিন্তুটা যোগ করে বিশ্বকাপের মাঝে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন মেসির স্বদেশী দিয়াগো সিমিওনি। এই কিন্তুর ব্যাখ্যায় বলেছিলেন, ভালো খেলোয়াড় থাকলেই মেসি সেরা আর সাধারণ দলে রোনালদো বেশি ফিট। কিন্তু তারপরও সাধারণ দলে সবসময় মেসিকেই চাইবেন অ্যাতলেটিকো মাদ্রিদের এ কোচ!
প্রীতি ম্যাচে সোমবার সিঙ্গাপুরে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে মাঠে নামবে সিমিওনির দল অ্যাতলেটিকো। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপে ফাঁস হওয়া সেই মেসেজের ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। একটি সাধারণ দলে মেসি না রোনালদো, আপনি কাকে বেছে নিবেন?
বিস্ময়কর হলেও আর্জেন্টাইন তারকা মেসির পক্ষেই কথা বলেন সিমিওনি, ‘কোন সন্দেহ ছাড়াই আমি মেসিকে দলে নিব।’
সাধারণ দলে মেসিকেই যখন বেছে নিবেন তাহলে এর আগে রোনালদোকে কেন সাধারণ দলে বেশি ফিট বলেছিলেন? এমন প্রশ্নের উত্তরে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমি ওটা বলেছিলাম। ওইটা ছিল বন্ধুদের সঙ্গে আলোচনায়।’
‘আমি তখন বলিনি, কে বিশ্বের সেরা। আমি শুধুমাত্র সাধারণ একটা ক্লাবের সাধারণ ফুটবলারদের কথা বলছিলাম। সেখানে রোনালদো বেশি ফিট। কিন্তু ভালো খেলোয়াড়দের পাশে নিঃসন্দেহে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়।’ – যোগ করে বলেন সিমিওনি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভিন্ন রকম ফল পেয়েছিলেন মেসি ও রোনালদো। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। আর এর পরদিন আইসল্যান্ডের বিপক্ষে গোল পাননি, উল্টো পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনায় পড়েছিলেন মেসি। এরপরেই সিমিওনির হোয়াটসঅ্যাপে বলা সেই মেসেজটি ফাঁস হয়েছিল।
Comments