‘তামিমকে আরও আগ্রাসী হতে হবে’
টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের মূল স্তম্ভ ছিল ওপেনার তামিম ইকবাল খানের ব্যাটিং। এবার মিশন টি-টুয়েন্টি। এ সংস্করণেও বাংলাদেশ তাকিয়ে থাকবে তামিমের ব্যাটের দিকেই। কিন্তু এবার তাকে কিছুটা আগ্রাসী ব্যাটিং করার আহ্বানই জানিয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্টের প্রধান কোচ সারোয়ার ইমরান।
উইন্ডিজে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম। তিন ম্যাচে করেছেন ২৮৭ রান। মূলত বাংলাদেশের ব্যাটিংয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন তিনিই। কিন্তু নিজের স্বাভাবিক স্বভাবের বাইরে গিয়ে ধীর গতিতে ব্যাটিং করেছেন। তিন ম্যাচেই রানের চেয়ে বল অনেক বেশি খেলেছেন। ডট বলও ছিল অনেক। প্রথম ম্যাচে ১৬০ বলে ১৩০, দ্বিতীয় ম্যাচে ৮৫ বলে ৫৪ এবং শেষ ম্যাচে ১২৪ বলে ১০৩ রান করেছেন এ ওপেনার। সব মিলিয়ে স্ট্রাইক রেট ৭৭.৭৮।
তবে সামনে টি-টোয়েন্টি ম্যাচ বলেই এবার স্ট্রাইক রেটটা বাড়াতে বললেন সারোয়ার, ‘ওয়ানডের সময় টি-টোয়েন্টির মত আর টি-টোয়েন্টিতে ওয়ানদের মত ব্যাট করলে হবেনা। এই কাজটা আমরা করে থাকি। ওদের এসব জিনিষগুলো বুঝতে হবে। আর তামিমও এখন অনেক পরিণত। আশা করবো টি-টুয়েন্টিতে সে খোলস থেকে বের হয়ে আসবে। ওয়ানডেতে ওয়ানডের মতোই খেলেছে সে। টি-টুয়েন্টিতে আরও আগ্রাসী খেলতে হবে।’
এদিকে ওপেনিংয়ে তামিমের সঙ্গী নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। সৌম্য সরকার ও লিটন কুমার দাসের ব্যর্থতায় ওয়ানডেতে আবারও সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। কিন্তু হতাশ করেছেন তিনিও। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৩ রান। তাই টি-টোয়েন্টিতে আবার ফিরেছেন সৌম্য ও লিটন। এদের মধ্যে কে হবেন তামিমের সঙ্গী?
সারোয়ার অবশ্য কাউকেই পিছিয়ে রাখছেন না। তবে যেই সুযোগ পাক তাকে টি-টোয়েন্টির মেজাজ বুঝে খেলার আহ্বান জানান, ‘টি-টোয়েন্টিতে আসলে বিজয়, সৌম্য এবং লিটন তিনজনই ভালো। যদিও তেমন পারফর্মেন্স নেই তাদের। কিন্তু লিটন একমাত্র খেলোয়াড় যার ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স আছে। তিনজনের যে কেউ ভালো করতে পারে। আসলে এটা নির্ভর করে ওরা নিজেদেরকে কিভাবে ব্যবহার করছে।’
বুধবার উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জয় পাওয়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এ সিরিজেও টাইগাররা ভালো করবেন বলে বিশ্বাস করেন সারোয়ার, ‘ওয়ানডে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমার মনে হয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো করবে। যদিও এটা ছোট সংস্করণের খেলা এবং পাওয়ার ক্রিকেট খেলতে হয়।’
Comments