টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে গেইল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। ১৩ সদস্যের এ দলে নেই বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন মারলন স্যামুয়েলস। এছাড়াও ডাক পেয়েছেন চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কটরেল। সিরিজ মাঠে গড়ানোর মাত্র ২৪ ঘণ্টা আগে টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ক্রিকেট উইন্ডিজ।
কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করায় দলে জায়গা করে নিয়েছেন ওয়ালটন ও কটরেল। আর ওয়ানডে সিরিজে হাঁটুর ইনজুরির কারণে দর্শক হয়ে থাকা স্যামুয়েলস ফিরলেন টি-টোয়েন্টি দিয়ে। তবে সর্বশেষ ম্যাচের দলে থাকা রায়ান এমরিতের জায়গা হয়নি। উইন্ডিজ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট।
আগামীকাল বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট কিটসে ভোর সাড়ে ৬টায় (স্থানীয় সময় ৩১ জুলাই রাত সাড়ে আটটায়।) শুরু হবে প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ ও ৫ আগস্ট।
উইন্ডিজ দল : কার্লোস ব্র্যাথওয়েট, স্যামুয়েল বদ্রি, শেলটন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।
Comments