সজীব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশন উদ্বোধন
দেশের প্রথম স্যাটেলাইট, বঙ্গবন্ধু-১ এর জন্য গাজীপুরের তেলিপাড়া ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে।
গ্রাউন্ড স্টেশন দুটি করা হয়েছে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গ্রাউন্ড স্টেশন দুটি নাম প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেন।
গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশের উদ্দেশে যাত্রা করে। স্যাটেলাইটের প্রকল্প পরিচালক মো. মেজবাহুজ্জামান জানান, উৎক্ষেপণের ১০ দিন পর নির্ধারিত ১১৯.১ ডিগ্রি পূর্ব কক্ষপথে এটি পৌঁছায়। এটি পুরোপুরিভাবে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে এখন নিয়ন্ত্রিত হচ্ছে।
Comments