‘আমি মর্মাহত, বিব্রত’

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসপাচায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিক্রিয়ায় গত ২৯ জুলাই নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান যে মুচকি হাসি হেসেছিলেন তার প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমি মর্মাহত, বিব্রত”।
shipping minister
৩১ জুলাই ২০১৮, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের শ্রমিক-কর্মজীবী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান তার মুচকি হাসির প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করেন। ছবি: তুহিন শুভ্র অধিকারী

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসপাচায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিক্রিয়ায় গত ২৯ জুলাই নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান যে মুচকি হাসি হেসেছিলেন তার প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমি মর্মাহত, বিব্রত”।

আজ (৩১ জুলাই) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের এক অনুষ্ঠানে নৌমন্ত্রী এ কথা বলেন।

শ্রমিক-কর্মজীবী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের অনুষ্ঠানটিতে তিনি বলেন, “সেদিন আমি মংলা বন্দর নিয়ে একটি চুক্তি সইয়ের অনুষ্ঠানে ছিলাম। সে সময় সাংবাদিকরা আমাকে সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করেন। কিন্তু, তখনও আমি সেই দুর্ঘটনার বিষয়টি জানতাম না।”

তিনি আরও বলেন, “আমি তখন তাদেরকে চুক্তির অনুষ্ঠানটি নিয়ে প্রশ্ন করতে বলেছিলাম। আমি তাদের প্রশ্নের কিছু বিষয়ে মুচকি হেসেছিলাম। সে জন্যে আমি মর্মাহত, বিব্রত।”

তার সেই হাসিতে কেউ কষ্ট পেলে সে জন্যে তিনি “দুঃখ” প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, “আমার হাসিটাই আমার দোষ। মুচকি হাসি আল্লাহ ও মানুষ সবাই পছন্দ করেন। যদি আমার মুচকি হাসি দোষের হয় তাহলে আমি আর হাসবো না।”

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস সেই পরিবহন সংস্থার অপর একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে রাস্তার পাশে বাসের জন্যে অপেক্ষমাণ যাত্রীদের চাপা দিলে দুজনের মৃত্যু হয়। এতে আরও নয়জন আহত হন। এ ঘটনায় রাজধানীর সড়কগুলোতে বাসচালকদের বেপরোয়াভাব নগ্নভাবে প্রকাশ পায়।

এরপর, নিহত শিক্ষার্থীদের সহপাঠীরা নিরাপদ সড়কের দাবিতে গত দুদিন রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন।

Comments

The Daily Star  | English

Over 15,900 Palestinians killed in Gaza since Oct 7

More than 15,900 Palestinians, including 250 health workers, have been killed in Gaza since the outbreak of war on October 7, the Palestinian health minister said today

1h ago