এবার পরিবহন শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা যখন আন্দোলন করছে সেই মুহূর্তে সড়ক অবরোধে নেমেছে পরিবহন শ্রমিকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরও করেছে তারা।
আমাদের নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, আজ (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পরিবহন শ্রমিকেরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে। এর ফলে, রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ শ্রমিকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তারের বরাত দিয়ে আমাদের সংবাদাতা বলেন, সেখানে শ্রমিকরা একজন শিক্ষার্থীসহ চারজনকে মারধরের পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।
আমাদের সংবাদদাতা জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধের ফলে গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে হাজার হাজার যাত্রী রাস্তায় আটকে যান।
শ্রমিকদের ভাষ্য, সড়কে দুর্ঘটনা ঘটতেই পারে। তাই বলে তাদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি পরিবহন শ্রমিকদের নিশ্চয়তা নিশ্চিত করা না হয় তাহলে কোনো গাড়ি রাস্তায় নামবে না বলে হুমকি দেওয়া হয়েছে শ্রমিকদের তরফ থেকে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, চালকদের নিরাপত্তার দাবিতে পরিবহন শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এই ঘটনার কথা আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
Comments