সারাদেশে ছাত্র বিক্ষোভ

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী শহরে বিভিন্ন-স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আনোয়ার আলী

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঢাকায় বিক্ষোভ চলার পর পঞ্চম দিনে ঢাকার বাইরেও বেশ কয়েকটি বিভাগীয় ও জেলা শহর থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধিরা জানান, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বাইরে সাভার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, বগুড়া ও রাজশাহীতে স্কুল-কলেজের ছাত্ররা বিক্ষোভ করেছে। এসব জায়গায় ছাত্র বিক্ষোভে অনেক অভিভাবকেও যোগ দিতে দেখা গেছে।

সাভার: দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক হাজার শিক্ষার্থী অবরোধ করে। দুপুর দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে সড়ক আটকে বিক্ষোভ চলছিল।

টাঙ্গাইল: সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা তারা দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের এই সড়কটি আটকে রাখে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ধৈর্যের সঙ্গে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। অবরোধের কারণে মহাসড়কে যানযট তৈরি হয়েছে।

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আজ দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আখলাকুর রহমান আকাশ/স্টার

চট্টগ্রাম: বন্দর নগরীতে বিভিন্ন জায়গায় ছাত্রদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট জানান, নগরীর আগ্রাবাদ থেকে দুই নম্বর গেট পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে কয়েশো শিক্ষার্থী বিক্ষোভ দেখিয়েছে।

নারায়ণগঞ্জ: শহরের চাষাড়া শহীদ মিনার এলাকায় সকাল ১০টার দিকে শত শত শিক্ষার্থী রাস্তা অবরোধ করায় যান চলাচল পুরোপুরি থেমে যায়। এসময় ছাত্রদেরকে গাড়ির লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে। এক পর্যায়ে সোনাগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের গাড়ি আটকে দেওয়া হয়। অনুরোধের প্রেক্ষিতে পরে তার গাড়ি ছেড়ে দেয় ছাত্ররা।

সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় প্রায় ৫০০ শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।

রাজশাহী: দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রায় ৬০ জন ছাত্র নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন। ঢাকায় ছাত্র আন্দোলনের সঙ্গে তারা সংহতি প্রকাশ করেন।

ছাত্র বিক্ষোভ নিয়ন্ত্রণে আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবুও সকাল থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে রাজধানীতে ছাত্ররা রাস্তায় নেমেছে। ছাত্রদের অবরোধে কাজী নজরুল ইসলাম এভিনিউসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago