অক্ষয়, কারিনার ভক্তদের জন্যে ‘গুড নিউজ’

akshay kumar and kareena kapoor
বলিউড অভিনয়তারকা অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম শীর্ষ অভিনয় তারকা অক্ষয় কুমার ও কারিনা কাপুর খানের ভক্তদের জন্যে সুখবর রয়েছে। আর সেই সুখবরটি জানিয়েছেন ‘প্যাডম্যান’-অভিনেতা নিজেই।

আজ (২ আগস্ট) এক টুইটার বার্তায় পদ্মশ্রী খেতাব প্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার জানান, পরিচালক রাজ মেহতা আসছেন নতুন একটি চলচ্চিত্র নিয়ে। এর নাম ‘গুড নিউজ’। চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করছেন। এছাড়াও, থাকছেন কারিনা কাপুর খান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং কিয়ারা আদভানি।

ধর্ম প্রোডাকশনস এবং কেপ অব গুড ফিল্মস এর যৌথ প্রযোজনায় তৈরি হতে যাওয়া ছবিটি আগামী বছর ১৯ জুলাই মুক্তি পাবে বলেও বার্তায় উল্লেখ করেন অক্ষয়।

এছাড়াও, ভারতীয় গণমাধ্যম জানায়, “দিল্লিতে বসবাসকারী অক্ষয়-কারিনা দম্পতি ও তাদের সন্তানের গল্প বলা হবে ‘গুড নিউজ’-এ। তাদের সেই গল্প তুলে ধরবেন পাঞ্জাবি অভিনেতা দম্পতি দিলজিৎ ও কিয়ারা।”

তথ্যসূত্র: মুম্বাই মিরর

Comments

The Daily Star  | English

Iran media report explosions in country's north

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago