শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলেন তারকারা
শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি নিয়ে চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বিনোদনজগতের তারকারা।
আজ (২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বেশ কয়েকজন তারকা, শিল্পী, কলাকুশলী এক পদযাত্রায় অংশ নেন।
ঘটনাস্থল থেকে আমাদের স্টাফ আলোকচিত্রী জানান, পদযাত্রায় অংশ নেওয়া তারকারা ‘জীবনের নিরাপত্তার’ দাবি সম্বলিত ব্যানার বহন করেন।
এরপর, তারা উত্তরার জসীমউদ্দিন সড়কের কাছে এসে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল থেমে যায়। সেসময় সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন বেশ কয়েকজন অভিভাবকও।
আন্দোলনের আজ পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। উত্তরার ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশাপাশি মিরপুর রোড়, গুলশান এবং যাত্রাবাড়ি এলাকাতেও যান চলাচল থামিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী নিহত হলে তাদের সহপাঠীরা এর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে। এরপর, অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয়।
Comments