ফ্লোরিডায় রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা সাকিবের

ওয়ানডেতে দারুণ সাফল্য পাওয়ার পর প্রত্যাশা ছিল টি-টোয়েন্টিতেও ভালো কিছু করার। কিন্তু আদতে তা হয়নি। এমনকি প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি টাইগাররা। তবে ফ্লোরিডায় বাংলাদেশ দল ভালো খেলবে বলেই প্রত্যাশা করছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের সমর্থনে দর্শক মাঠে থাকবে বলেই রোমাঞ্চকর ম্যাচ আশা করছেন এ অলরাউন্ডার।

ওয়ানডেতে দারুণ সাফল্য পাওয়ার পর প্রত্যাশা ছিল টি-টোয়েন্টিতেও ভালো কিছু করার। কিন্তু আদতে তা হয়নি। এমনকি প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি টাইগাররা। তবে ফ্লোরিডায় বাংলাদেশ দল ভালো খেলবে বলেই প্রত্যাশা করছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।  টাইগারদের সমর্থনে দর্শক মাঠে থাকবে বলেই রোমাঞ্চকর ম্যাচ আশা করছেন এ অলরাউন্ডার।

সিরিজে টিকে থাকতে আগামী ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। ম্যাচটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে বলেই প্রত্যাশা বেড়েছে তাদের। অ্যাওয়ে সিরিজ হলেও ক্যারিবিয়ানদের চেয়ে টাইগারদের সমর্থন বেশি থাকার কথা ফ্লোরিডায়। সাকিবের ভাষায়, ‘সবার জন্য এটা (নতুন জায়গা) রোমাঞ্চের হওয়া উচিত। আর এখানে যেহেতু বাংলাদেশের অনেক সমর্থক থাকবে, তাই আমি মনে করি সবার জন্য দারুণ একটা সময় কাটবে।’

দলের সবার জন্য ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম নতুন হলেও সাকিবের জন্য নয়। কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে এ মাঠে ৫টি ম্যাচ খেলেছেন সাকিব। অভিজ্ঞতা থাকলেও নতুন উইকেট হওয়ায় এখন কোন ধারণা করতে পারছেন না অধিনায়ক, ‘(স্পিনাররা সুবিধা পাবে কি না) বলা মুশকিল। গত বছর আমি যখন সিপিএলের ম্যাচ খেলেছি এখানে তখনকার উইকেটের সঙ্গে এবারেরটা ভিন্ন। আজকে অনুশীলনে বোঝা যাবে কেমন উইকেট হবে। কারণ গতকাল আমরা সাইড নেটে অনুশীলন করেছি, তাই এখনও উইকেট সম্পর্কে ভালোভাবে বোঝা যাচ্ছে না।’

তবে খালি চোখে আগের চেয়ে ভালো বলেই মনে হচ্ছে সাকিবের।  উইকেটে অনুশীলন করার পরই একাদশ সাজাতে চান অধিনায়ক, ‘আমরা অনুশীলন করার পর বিবেচনা করলে ভালো হবে। কারণ দেখতে এক রকম হলেও অনেক সময় এক রকম হয় না। অনুশীলনের পর ভালো বলা যাবে। তবে দেখে যেটা মনে হলো গত বছরের চেয়ে একটু ভালো হবে। ’

প্রথম ম্যাচে ১১ ওভারে দলীয় শতরান করার পরও নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান করতে পেরেছিল বাংলাদেশ। শুরুতে উইকেট হারিয়ে স্কোর বড় করতে পারেনি টাইগাররা। তবে আগামী ম্যাচে নিজেদের ভুল শুধরে ভালো কিছু করার প্রত্যয় ঝরে সাকিবের কণ্ঠে, ‘আমাদের সুযোগ ছিল (প্রথম ম্যাচে) আরও রান করার। বেশ কিছু কারণে আমরা সফল হইনি। ভুলের জায়গাগুলো শুধরে আরও বেশি কিছু রান করা সম্ভব। এখানে আগে ব্যাট করলেও বড় একটা স্কোর দাঁড় করানো সম্ভব হবে মনে করছি।’

Comments

The Daily Star  | English

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

1h ago