বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

sufferings
৩ আগস্ট ২০১৮, বাস চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রীরা কষ্টের মধ্যে পড়েন। ছবি: স্টার

চালক ও গাড়ির নিরাপত্তার দাবিতে পরিবহন মালিক-শ্রমিকরা আজ (৩ আগস্ট) বিভিন্ন জেলা থেকে ঢাকামুখি বাস চলাচল বন্ধ রেখেছেন। এমনকি, রাজধানী থেকে দূর পাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। এই অঘোষিত ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ ষষ্ঠদিনের মতো রাস্তায় নামলে রাজধানীতেও বাস চলাচল কম দেখা যায়।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, গতরাতে দূরপাল্লার কয়েকটি বাস ঢাকা থেকে ছেড়ে গেলেও নিরাপত্তার অভাবে আজ সকাল থেকে কোনো বাস ছাড়া হচ্ছে না।

পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হবে বলে আশা করেন তিনি।

commuters
৩ আগস্ট ২০১৮, রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গাড়ির অপেক্ষায় সাধারণ যাত্রীরা। ছবি: স্টার

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রহমান বক্স দুলু দ্য ডেইলি স্টারকে বলেন, নিরাপত্তার অভাবে বিভিন্ন জেলার বাস মালিক ও শ্রমিকরা পরিবহণ সেবা বন্ধ রেখেছেন। তবে এটি কোনো আনুষ্ঠানিক ধর্মঘট নয় বলেও উল্লেখ করেন তিনি।

আমাদের সংবাদদাতারা জানান, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, কুমিল্লা, রাজশাহী, রংপুর, জয়পুরহাট, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং চাঁদপুর থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে, সাধারণ যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন বলেও সংবাদদাতারা উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী নিহত হওয়ায় তাদের সহপাঠীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে। এরপর, বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সেই আন্দোলনে যোগ দেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

7h ago