জনদুর্ভোগ, বাস চলছে না

বাস না পেয়ে ঝুঁকি নিয়ে পিক আপ ভ্যান ও ট্রাকে চলাচল করতে বাধ্য হচ্ছে মানুষ। শনিবার সকালে গাবতলীর চিত্র। ছবি: পলাশ খান

আজও অঘোষিতভাবে বাস ধর্মঘট চলছে। সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে বাসের জন্য যাত্রীরা দাঁড়িয়ে থাকলেও বাসের দেখা পাননি। তবে বিআরটিসি ও বিভিন্ন সরকারি দপ্তরের বাস চলাচল করছে। যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন কর্মস্থলের উদ্দেশে বের হওয়া নিত্য যাত্রীরা।

ছাত্র আন্দোলনে তোপের মুখে থাকা নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান গতকাল বলেছিলেন, কেউ ধর্মঘট ডাকেনি। আশা করছি আগামীকাল (শনিবার) থেকে বাস চলাচল করবে। মহাখালী বাস টার্মিনাল মসজিদে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত ছাত্রী দিয়া খানম মিমের মিলাদে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

‘শ্রমিকরা নিরাপদ বোধ করলে’ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও প্রতিশ্রুতি শাহজাহান খান। তবে আজ রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মন্ত্রীর কথার বিপরীত চিত্র দেখা গেছে।

গাবতলী টার্মিনাল থেকে দ্য ডেইলি স্টারের ফটো জার্নালিস্ট জানান, সকাল ৮টা থেকে কোনো আন্তজেলা বাস টার্মিনাল ছাড়েনি। বাইরে থেকেও কোনো বাস ঢাকায় ঢুকছে না। টার্মিনাল চত্বরে সারিবদ্ধভাবে বাস রেখে দেওয়া হয়েছে।

তবে সেখান থেকে অনেক মানুষকেই ঝুঁকি নিয়ে পিক আপ ভ্যানে করে বৃষ্টি মাথায় নিয়ে চলাচল করতে দেখা গেছে। আর যাত্রীদের অসহায়ত্বের সুযোগ বুঝে চড়া দরে ভাড়া হাকাচ্ছেন। একজন ভুক্তভোগী জানান, গাবতলী থেকে ৩০০ টাকা দিয়ে আরিচা ঘাট যাচ্ছেন তারা।

বাসের দেখা নেই কিন্তু যেতেই হবে গন্তব্যে, তাই ঝুঁকি নিয়েই ট্রাকে চড়া। চট্টগ্রামের অলঙ্কার মোড়। ছবি: রাজীব রায়হান

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

1h ago