জুভেন্টাসকে হারাল রিয়াল

মৌসুম শুরুর আগেই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখা হওয়ার দারুণ সুযোগ ছিল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে। কিন্তু প্রস্তুতিমূলক এ আসরে খেলছেন না ক্রিস্তিয়ানো রোনালদো। আর তাকে ছাড়া তার দলও স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি। ১-৩ গোলের পরাজয় মেনে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

মৌসুম শুরুর আগেই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখা হওয়ার দারুণ সুযোগ ছিল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে। কিন্তু প্রস্তুতিমূলক এ আসরে খেলছেন না ক্রিস্তিয়ানো রোনালদো। আর তাকে ছাড়া তার দলও স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি। ১-৩ গোলের পরাজয় মেনে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে শনিবার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রিয়ালের হাতে। কিন্তু ধারার বিপরীতে ১২ মিনিটেই পিছিয়ে পড়েছিল রিয়াল। জোয়াও কেনসেলোর ক্রস ফেরাতে নিজেদের জালেই ঢুকিয়ে দেন ড্যানি কার্বাহাল। ঝাঁপিয়ে পড়ে হাত লাগিয়ে ফেরাতে চেয়েছিলেন কেইলর নাভাস। তবে শেষ রক্ষা করতে পারেননি।

পিছিয়ে পড়ে একের পর এক সাঁড়াশী আক্রমণ সানাতে থাকে রিয়াল। সাফল্য আসে ৩৯ মিনিটে। ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার দারুণ এক শটে বল জালে জড়ান গ্যারেথ বেলস। রোনালদোর চলে যাওয়ার পর দলকে ভালো কিছু আনার প্রত্যয়টা মাঠেই দেখিয়ে দেন ওয়েলসের এ তারকা। এরপর আরও বেশ কিছু দারুণ সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে না পারলে সমতায় থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। এগিয়ে যেতেও খুব বেশি সময় নেয়নি তারা। ৪৭ মিনিটে ভিনিসাস জুনিয়রের সঙ্গে দেওয়া নেওয়া করে বল জালে জড়ান মার্কো অ্যাসেনসিও। ৫৬ মিনিটে জুভেন্টাস গোলরক্ষকের ভুলে আবার গোল পায় রিয়াল। লুকাস ভাজকুইজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন অ্যাসেনসিও। তার দুর্বল শট গোলরক্ষক ঠিকভাবে ফেরাতে না পারায় হাতে লেগে বল জড়িয়ে যায় জালে।

আগের প্রস্তুতি ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-২ গোলে হেরেছিল রিয়াল। এদিন তুরিনদের বিপক্ষে জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। আগামী বুধবার এএস রোমার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে চ্যাম্পিয়ন লিগ শিরোপাধারীরা। আর রিয়ালের কাছে হেরে নিজেদের প্রস্তুতি শেষ করেছে জুভেন্টাস। আগের দুই ম্যাচে অবশ্য জয় পেয়েছিল দলটি।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago