ভালো অধিনায়কত্বের রহস্য জানালেন সাকিব

তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা কম হয় না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও হয়েছে তা। তবে টি-টোয়েন্টি সিরিজে দেখা গেল ভিন্ন চিত্র। শরীরী ভাষায় ইতিবাচক মনোভাব, দলের সব খেলোয়াড়ের একাত্ম হওয়া। সব কিছুরই ফল মেলেছে মাঠের ক্রিকেটে। সাকিব আল আল হাসান নিজেই বললেন তার অধিনায়কত্ব ভালো হওয়ার কথা। আর সেটার কারণও ব্যাখ্যা করেছেন।
প্রথম ম্যাচ বাদ দিলে পুরো টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে ধারাবাহিক ছিলেন সাকিব। প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৯ রান আর বল হাতে ২ ওভারেই দেন ২৭। কিন্তু পরের দুই ম্যাচেই পালটে যায় চিত্র। ফ্লোরিডায় এসে দ্বিতীয় ম্যাচেই ৩৮ বলে খেলেন ৬০ রানের ইনিংস। চার ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। সিরিজ নির্ধারণী ম্যাচেও আছে তার অলরাউন্ড নৈপুণ্য। ব্যাট হাতে ২৪ রান করার পর চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে আউট করেন মারলন স্যামুয়েলসকে।
সাকিবের মতে ব্যাট-বলে পাওয়া এই আত্মবিশ্বাসী কাজে লেগেছে অধিনায়কত্বে, ‘দেখিয়েছি। আমার মনে হয় আমি পুরো সিরিজে ভাল ব্যাট করেছি এটা আমাকে ভাল বল করতে সাহায্য করেছে। আর এই দুটো ভাল হওয়ায় অধিনায়কত্বও ভালো হয়েছে। এমনকি যারা খেলেনি তারাও পুরো খেলায় একাত্ম ছিল। ’
সিরিজ জেতায় দেখছেন সবার সম্মিলিত প্রয়াস, 'সবার দুর্দান্ত চেষ্টা ছিল। প্রথম ম্যা হারার পরও আমরা আমাদের জাত চিনিয়েছি। সবাই বিশ্বাস করেছে আমরা ফিরে আসতে পারি। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেরাটাই দিতে পেরেছি।’
গত বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে ভাল করছে বাংলাদেশ। টি-টোয়েন্টির ভাষাটাই কেবল ধরতে পারছিল না। এই সিরিজ দিয়ে সেটাও শুরু হওয়ার আশা সাকিবের, ‘ওয়ানডেতে আমরা ৩-৪ বছর ধরে ভাল খেলছি। গত বিশ্বকাপের পর থেকেই। এই সিরিজ জেতা আমাদের টি-টোয়েন্টিতেও ভাল করতে আত্মবিশ্বাস দেবে। এখন টেস্ট নিয়ে কাজ করতে হবে। আমরা দেশে এরমধ্যেই ভাল করেছি, এখন বিদেশে ভাল করার পালা। '
Comments