‘রোনালদোর গোলের বিকল্প পাওয়া কঠিন রিয়ালের’

ক্রিস্তিয়ানো রোনালদোর বিকল্প কে হবেন রিয়াল মাদ্রিদে? কাজটা যে সহজ নয়। তারপরও চেষ্টার ত্রুটি ছিল না ক্লাবের পক্ষ থেকে। কিন্তু এখন পর্যন্ত তেমন কাউকেই কিনতে পারেনি দলটি। যদিও প্রীতি ম্যাচে দারুণ খেলে আশা দেখিয়েছেন গ্যারেথ বেল। কিন্তু প্রতি মৌসুমে প্রায় ৫০ গোল বা তার কাছাকাছি করা যে কতোটা কঠিন হবে তা ভালো করেই জানেন তারা। তাই আক্ষেপটা ঝরেই পড়ে দলের জার্মান তারকা টনি ক্রুসের কণ্ঠে।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে নাম লিখিয়েছিলেন রোনালদো। গত ১০ বছরের ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নিয়েছেন। ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০টি গোল। গত মৌসুমেও ৪৪ ম্যাচে করেছেন ৪৪ গোল। ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনিই। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড় প্রতি আসরেই রিয়ালের নেতৃত্ব দিয়েছেন।
তবে খুব শিগগিরই রোনালদোকে ছাড়াই মানিয়ে নিবেন বলে আশা করছেন ক্রুস।কিন্তু তারপরও একটা ভাবনা থেকেই যায়। ক্রুসের ভাষায়, ‘প্রতি মৌসুমে তার ৫০ গোলের বিকল্প খুঁজে পাওয়া এতো সহজ নয়। ক্রিস্তিয়ানো গত কয়েকটা বছরে আমাদের দলে গুরুত্বপূর্ণ এক ভিত্তি ছিল। আমাদের সাফল্যের গুরুত্বপূর্ণ একটা উপাদান ছিল। তবে তারপরও এ বছর আমাদের হারানোটা কঠিনই হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় আসরে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। এর ছয় আসরের মধ্যে চার বারই শিরোপা জিতেছে রিয়াল। কিন্তু এবার তার মতো খেলোয়াড়ই নেই দলে। আগামী মৌসুমে এমন ধারাবাহিক একজন পারফরমার পাওয়া বেশ কঠিনই হবে দলটির জন্য ভাবছেন সবাই। নেইমার, কিলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ডদের পিছনে ছুটেও গতি করতে পারেনি তারা। তবে ব্রাজিলের ১৮ বছর বয়সী খেলোয়াড় ভিনিসিউস জুনিয়রকে দলে ভিড়িয়েছে দলটি।
টানা ১০ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর প্রায় এক মাস হলো ইতালির জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ৩৩ বছর বয়সী রোনালদো। ১০৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এ ট্রান্সফার রফাদফা করে দুই ক্লাব। নতুন ক্লাবের হয়ে এখনও মাঠে নামেননি তিনি। তবে তার দল জুভেন্টাসের বিপক্ষে কদিন আগেই জিতেছে তার সাবেক ক্লাব রিয়াল।
Comments