ছাত্র আন্দোলনে সহিংসতায় ইইউ’র উদ্বেগ

চলমান ছাত্র আন্দোলনে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ঢাকার মিরপুরে বিআরটিএ অফিসের সামনে গত ৩১ জুলাই আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ছবি: সংগৃহীত

চলমান ছাত্র আন্দোলনে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ এক বিবৃতিতে বাংলাদেশে ইইউ মিশনের প্রধান সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ব্যাপারেও স্মরণ করিয়ে দেওয়া হয়। ইইউভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূত এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে যেসব দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন তার মধ্যে রয়েছে, যুক্তরাজ্য, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান।

তারা বলেছেন, বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের ওপর বেআইনি হামলা বন্ধ হওয়া দরকার। এ ধরনের যেসব ঘটনা ঘটেছে অবশ্যই তার বিচার করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সড়কে নিরাপত্তাহীনতার যে ভয় এবং আইন প্রয়োগের বিষয়টিকে স্কুল শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সামনে এনেছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনের কথা সরকার স্বীকার করেছে যা ইতিবাচক পদক্ষেপ। আমরা আশা করি সরকার অবিলম্বে এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিবে।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago