ফারিয়া এবার শাকিব খানের নায়িকা
এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবারের মতো জুটি হচ্ছেন তারা।
ছবিটিতে শাকিব ও নুসরাতের অভিনয়ের বিষয়ে লিখিত চুক্তি হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে দুজনকে। ‘শাহেনশাহ’ ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। আগামী ২৭ আগস্ট ছবিটির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান সেলিম।
নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়ে গেছে। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা দারুণ কিছু হবে বলে আশা করি।”
‘প্রেমী ও প্রেমী’-খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি এখন থেকে জাজের বাইরে নিয়মিত ছবিতে অভিনয় করবেন।
Comments