অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নাজমুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বা হাতে চোট পাওয়া নাজমুল ইসলাম অপু অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। হাতে ২৫টি সেলাই থাকায় পুনর্বাসন প্রক্রিয়া শেষে এশিয়া কাপের আগে তার ফেরার আশা করছেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।
Nazmul Islam Opu
উইকেট পেয়ে নাগিন নাচের ভঙ্গিতে উদযাপন নাজমুলের। ফাইল ছবি: প্রবীর দাস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বা হাতে চোট পাওয়া নাজমুল ইসলাম অপু অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। হাতে ২৫টি সেলাই থাকায় পুনর্বাসন প্রক্রিয়া শেষে এশিয়া কাপের আগে তার ফেরার আশা করছেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।

সোমবার ফ্লোরিডায় তৃতীয় টি-টোয়েন্টিতে পঞ্চম ওভারে বল হাতে পান নাজমুল। তৃতীয় বল করার পর নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা চ্যাডউইক ওয়ালটনের বুটের স্পাইক তার বাম হাতে লাগে। এতে তার হাত কেটে যায়। ওই ম্যাচে আর মাঠেই নামতে পারেননি বাঁহাতি এই স্পিনার। পরে জানা যায় কাটা জায়গায় দিতে হয়েছে ২৫টি সেলাই।

মঙ্গলবার নাজমুলের চোটের হাল জানান ডা. দেবাশীষ, ‘অপুর বোলিং হ্যান্ডে লেক্রেশন ইনজুরি হয়। ব্যাটসম্যানের পায়ের নিচে চাপ পড়ে হাতের উল্টো পিঠে প্রায় চার জায়গায় কেটে যায়। তবে এক্সরের মাধ্যমে দেখা গেছে তার হাড়ে কোন ইনজুরি হয়নি। শুধু মাত্র সফট টিস্যু ইনজুরি। আপাতত স্টিচ করা হয়েছে। বেশ কিছু (২৫টি) স্টিচ করতে হয়েছে ইনজুরিটাকে ম্যানেজ করার জন্য। ’

আপাতত পুরোপুরি বিশ্রামে থাকতে হবে নাজমুলকে, ক্ষত শুকালে কাটা হবে সেলাই,  ‘এর মধ্যে তিনটা লেক্রেশন খুব একটা সমস্যা করবে না। একটা  লেক্রেশন যেহেতু জয়েন্টের ওপরে, সেটা সারতে একটু সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের বিশ্রামের পর আমরা স্টিচ রিমুভ করব। এরপর বুঝা যাবে কতোটা সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের মত বিশ্রামে থাকতে হবে। ’

বাংলাদেশের পরের খেলা এশিয়া কাপে। ১৫ সেপ্টেম্বর আসরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রঙিন পোশাকে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে নাজমুল এখন দলে নিয়মিত। এশিয়া কাপের দলেও তিনি হতে পারেন বড় ভরসা।

‘আপাতত তিন সপ্তাহ সে খেলার বাইরে থাকবে। প্রপার ইনজুরি হিলিংয়ের জন্য বিশ্রামটা খুব দরকার। এরপর কিছুদিন পুনর্বাসন করতে হবে। সব মিলিয়ে আগামী তিন সপ্তাহর মধ্যে ওর খেলায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই। ’

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

7h ago