অবসর নিলেন বিশ্বকাপের রেকর্ড ভাঙা সেই গোলরক্ষক

রাশিয়া বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়েছিলেন মিশরের গোলরক্ষক ইসাম আল হাদারি। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। তবে বিশ্বকাপ শেষে এবার তার গ্লাভস জোড়া তুলে রাখছেন এ খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এ গোলরক্ষক।

রাশিয়া বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়েছিলেন মিশরের গোলরক্ষক ইসাম আল হাদারি। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। তবে বিশ্বকাপ শেষে এবার তার গ্লাভস জোড়া তুলে রাখছেন এ খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এ গোলরক্ষক।

৪৫ বছর ১৬১ দিন। সৌদি আরবের বিপক্ষে যেদিন মাঠে নেমেছিলেন সেদিন হাদারির বয়স ছিল এটা। এ বয়সে খুব সংখ্যক খেলোয়াড়ই ফুটবল ধরে রাখতে পারেন। কিন্তু হাদারি খেলে চলেছেন তরুণ খেলোয়াড়দের মতোই। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও খেলে যাবেন ঘরোয়া ফুটবল।

বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচে দারুণ খেলেছিলেন হাদারি। ঠেকিয়েছিলেন একটি পেনাল্টি। বেশ কিছু সেভও করেছেন। তার আগে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি ছিল কলম্বিয়ার ফরিদ মান্দ্রাগনের দখলে। ৪৩ বছর ৩ দিন বয়সে ব্রাজিল বিশ্বকাপে শেষ বার মাঠে নেমেছিলেন তিনি।

১৯৯৬ সালে আফ্রিকান নেশন্স কাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবল অভিষেক হয় হাদারির। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ১৫৯টি ম্যাচ। অবসর ঘোষণা দিয়ে ৪৫ বছর বয়সী এ গোলরক্ষক বলেন, ’২২ বছর চার মাস ১২ দিন পর আমি দেখছি এটাই আমার গ্লাভস জোড়া তুলে রাখার সঠিক সময়। জাতীয় দলের হয়ে ১৫৯টি ম্যাচ খেলতে পেরে খুবই গর্বিত। অভূতপূর্ব এ অর্জনে দারুণ উচ্ছ্বসিত।’

১৯৯৩ সালে দামিয়েত্তা ফুটবল ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা হাদারি খেলেছেন মিশরের অনেক নামীদামী ক্লাবে। গত মৌসুমে খেলেছিলেন আল-তাওয়াউনের হয়ে। চলতি মৌসুমে ইসমাইলি ক্লাবে যোগ দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের সেরা সময়ে ১৯৯৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা ১২ বছর খেলেছেন আল আহলির হয়ে।

Comments

The Daily Star  | English
Saber Hossain Chowdhury minister for environment, forests and climate change

Saber walks out of jail after getting bail in all cases

Former environment, forest and climate change minister Saber Hossain Chowdhury was freed from jail after securing bail in all six cases filed against him with Paltan and Khilgaon police stations

52m ago